লচডাউনে নো চিন্তা, এবার কলকাতাতেও মদের হোম ডেলিভারি
Odd বাংলা ডেস্ক: বেচারা একটু শৌখিন যারা, তাদের সমস্যা সমাধান। মনখারাপের দিন শেষ। অন্তত কলকাতার সুরাপ্রেমীদের নিয়ে একথা বলাই যেতে পারে। লকডাউনের জেরে বাকি সবকিছুর মতো বন্ধ মদের দোকানও। কিন্তু নেশা কি আর লকডাউন বোঝে? তাই বহু মানুষের কাছেই অসহ্য হয়ে উঠছিল এই সময়টা। কিন্তু তাঁদের আর দুশ্চিন্তা করার প্রয়োজন নেই। কারণ কলকাতা পুলিশের তরফ থেকেই এবার এই বিষয়ে ব্যবস্থা নেওয়া হল। আর সেই সূত্রেই কলকাতায় চালু হল লকডাউনের মধ্যেই মদের হোম ডেলিভারি!
কলকাতা পুলিশ সূত্রে খবর, বুধবার থেকেই শুরু হয়েছে এই সুবিধা। তবে, এই নিয়ম শুধুমাত্র কলকাতার জন্য। নিকটবর্তী দোকানে অর্ডার দিলেই বাড়িতে মদ পৌঁছে দিয়ে আসা হবে। তবে কোনওভাবেই মদ কিনতে দোকানে যাওয়া চলবে না।
Post a Comment