শ্রীকৃষ্ণের কতজন পত্নী, সন্তানের সংখ্যাই বা কত


Odd বাংলা ডেস্ক: পুরুষোত্তম শ্রীকৃষ্ণের অধিকারে ১৬০০ মহিষী অবস্থান করতেন। এই তথ্য কেবল পুরাণে নয়, ‘মহাভারত’-এও উল্লেখিত। এই নারীদের তিনি প্রাগজ্যোতিষরাজ নরকাসুরের কবল থেকে উদ্ধার করেন বলে জানায় ‘হরিবংশ’-এর মতো গ্রন্থ। এই ১৬০০ নারী ছিলেন ঋষিকন্যা। ভূদেবীর বরে তাঁরা কৃষ্ণের মহিষী হয়েছিলেন। এই ১৬০০ মহিষী কিন্তু কৃষ্ণের গৌণ মহিষী।  তাঁদের নাম পর্যন্ত জানায় না কোনও পুরাণই।
এই ১৬০০ নারীর বাইরে কৃষ্ণের প্রধানা পত্নীর সংখ্যা ‘ভাগবৎ পুরাণ’ অনুসারে ৮। আবার ‘বিষ্ণু পুরাণ’ অনুসারে তাঁদের সংখ্যা ৯। ‘মহাভারত’ ৮জন পত্নীর কথাই বলে। কিন্তু ‘হরিবংশ’ অনুযায়ী এই সংখ্যা হল ৭।
এখানে তাঁদের নামগুলি উল্লিখিত হল—
 • ‘ভাগবৎ পুরাণ’-এর তালিকা: রুক্মিনী, সত্যভামা, জাম্ববতী, কালিন্দী, মিত্রবিন্দা, নগ্নজিতী, ভদ্রা, লক্ষণা।
• ‘বিষ্ণু পুরাণ’-এর তালিকা: রুক্মিনী, সত্যভামা, জাম্ববতী, কালিন্দী, মিত্রবিন্দা, নগ্নজিতী, মাদ্রী, লক্ষণা ও রোহিনী।
• ‘মহাভারত’-এর তালিকা: রুক্মিনী, সত্যভামা, জাম্ববতী, মিত্রবিন্দা, নগ্নজিতী, মাদ্রী, লক্ষণা ও রোহিনী।
• ‘হরিবংশ’-এর তালিকা: রুক্মিনী, সত্যভামা, জাম্ববতী, মিত্রবিন্দা, নগ্নজিতী, মাদ্রী, লক্ষণা।
এঁরা প্রত্যেকেই রাজ অথবা দেববংশজাতা। বিভিন্ন সময়ে কৃষ্ণ এঁদের বিবাহ করেন।
শ্রীকৃষ্ণের এই মহিষী সংখ্যা কিন্তু এক গুপ্ত তত্ত্বকে ব্যক্ত করে। দেহের ভিতরে অষ্টচক্রের সঙ্গে এই ৮ পত্নীর তুলনা করা হয়। কৃষ্ণ এখানে পরমচৈতন্য।
পুরাগুলি থেকে কৃষ্ণের সন্তান সংখ্যা নিয়েও মতপার্থক্য রয়েছে। তবে, ‘মহাভারত’ মতে, প্রতিটি স্ত্রীর গর্ভে তাঁর ১০টি করে পুত্র জন্মায়। এর মধ্যে অষ্টমহিষী গর্ভজাত ৮০ জনের কথাই জানা যায়। তাঁদের নিয়ে অগণিত কাহিনি পল্লবিত রয়েছে বিবিধ শাস্ত্রে ও সাহিত্যে।
Blogger দ্বারা পরিচালিত.