ঘরবন্দি 'একলা বৈশাখ', ক্ষতি কি? বাড়িতেই আনন্দ করে কাটান বছরের প্রথম দিন, এইভাবে...


Odd বাংলা ডেস্ক: সারা বছর অপেক্ষা করে থাকা বছরের প্রথম দিনটার জন্য।কিন্তু কঠিন সময়ে নববর্ষ উদযাপন করার কোনও অবকাশ নেই। তবে একেবারে নেই বললেও চলে না কারণ নিজেদের মতো করেই বাড়িতেই উদযাপন করুন বছরের প্রথম দিন। কীভাবে-

১) লকডাউনে বন্ধ থেকেছে আম বাঙালির প্রিয় চৈত্র সেলও। ঘরে নেই নতুন জামা। চিন্তা মেই, স্নান সেরে পরিষ্কার জামাকাপর পরুন। মনে রাখবেন মনের শুদ্ধতাই আসল। 

২) বাড়িতে ঠাকুরের আসনা আজ ফুলদিয়ে সাজান সুন্দর করে। সামান্য উপাচার, যতটুকু লভ্য, তা দিয়েই সেরে নিন পুজো। 

৩) পুজো সেরে সকল গুরুজনদের ফোন বা ভিডিও কল করতে পারেন। ভিডিও কলেই সেরে নিন প্রণাম পর্ব। এতে করে বাড়িতে থেকেও কিন্তু সৌজন্য সম্ভব। টেকনলজিকে ব্যবহার করার কিন্তু এটাই আদর্শ সময়। 

৪) সামাজিক দূরত্ব বজায় রেখেই নিশ্চয় বাজার করেছেন। বাড়িতেই নিজের মতো করে বানিয়ে নিন সকলের পছন্দের কিছু পদ। যেমন ধরুন- জলখাবারে আলুর পরোটা, দুপুরে ডাব চিংড়ি, শেষপাতে মিক্সড ফ্রুট চাটনি, সন্ধেবেলা মাশরুমের পকোড়া। তবে এগুলোর কোনওটা না বানাতে পারলেও মন খাপার করবেন না, যা পারবেন তা দিয়েই রসনা তৃপ্ত করুন। 

৫) সন্ধেবেলা বাড়ির মানুষদের সঙ্গে সকলে নির্ভেজাল আড্ডায় মাতুন। এর মধ্যে কিন্তু বার বার হাত স্যানিটাইজ করতে ভুলবেন না। 

৬) যারা বাড়ি থেকে দূরে আছেন, তারা মন খারাপ না করে প্রিয়জনের সঙ্গে ফোনে যোগাযোগ করুন। সুন্দর সময় কাটান। 

৭) যা পেলেন না, সেই ভাবনা ভুলে যতটুকু পেলেন, সেই নিয়েই সন্তুষ্ট থাকুন। বছরের প্রথমদিনটানিজের মানুষগুলির পাশে থাকুন, ভাল থাকুন। 
Blogger দ্বারা পরিচালিত.