নেই অর্থ-খাদ্য, লকডাউনে বান্দ্রায় জমায়েত কয়েক হাজার পরিযায়ী শ্রমিক
Odd বাংলা ডেস্ক: লকডাউনের ২১তম দিনেই প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন করোনা মোকাবিলায় লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে আগামী ৩ মে পর্যন্ত। আর সেই ২১তম দিনেই সারা দেশের মধ্য করোনায় সবথেকে বিপর্যস্ত যে রাজ্য সেই মহারাষ্ট্রের বাণিজ্যনগরী মুম্বইের বান্দ্রা (ওয়েস্ট) রেলওয়ে স্টেশনে জমায়েত হলেন কয়েক হাজার অভিবাসী শ্রমিক!
সূত্রের মারফত জানা গিয়েছে, মু্ম্বইয়ের একাধিক জায়গায় কমপক্ষে ৩০০০ অভিবাসী শ্রমিক আটকে রয়েছেন। তাঁরা সকলেই নিজের নিজের শহরে ফেরার জন্য পরিবহন ব্যবস্থার দাবি জানিয়েছে। তাঁদের অধিকাংশের দাবি তাঁদের কাছে অর্থ নেই, খাবারও নেই। তাঁরা আগামী ৪ মে পর্যন্ত লকডাউনের বর্ধিত সময়সীমার জন্য প্রস্তুত।
Mumbai: A large group of migrant labourers gathered in Bandra, demanding for permission to return to their native states. They later dispersed after police and local leaders intervened and asked them to vacate. pic.twitter.com/uKdyUXzmnJ— ANI (@ANI) April 14, 2020
অভিবাসী শ্রমিকদের আরও দাবি, তাঁরা এই কঠিন পরিস্থিতিতে এভাবে বাড়ি থেকে দূরে, পরিবাররে কাছ থেকে দূরে থাকতে পারছেন না। তাই তাঁরা পুলিশকে তাঁদের নিজেদের শহরে পৌঁছে দেওয়ার জন্য উপযুক্ত পরিবহনের সুবিধা প্রদান করার জন্য বলেছিলেন। তবে এমন জমায়েতে এত বিশাল সংখ্যক মানুষকে নিয়ন্ত্রণে আনতে পুলিশকে যথেষ্ট বেগ পেতে হয়েছিল। এমনকি সামান্য লাঠিচার্জও করা হয়েছে বলে খবর।
Post a Comment