'ফেস মাস্ক পরব না', সাফ জানিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প


Odd বাংলা ডেস্ক: শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্র সমস্ত আমেরিকানকে জনসমক্ষে মাস্ক পরে থাকার পরামর্শ দিয়েছিল। সারা বিশ্বে যখন ১০ লক্ষেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত তখন মানুষের স্বাভাবিক শ্বাস-প্রশ্বাসের মধ্যে দিয়েও এই ভাইরাসের সংক্রমণ ছড়াতে পারে-এই আশঙ্কা থেকেই সমস্ত আমেরিকানকে মাস্ক পরে থাকার পরামর্শ দেওয়া হয়েছিল। 

মার্কিন যুক্তরাষ্ট্রে একদিনে রেকর্ড সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। সেখানে একদিনে মৃতের সংখ্যা ১৪৮০ জন। অতিমারি শুরু হওয়ার পর এইরকম রেকর্ড সংখ্যক মৃত্যু আর কোনও দেশে হয়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ৩৩০ মিলিয়ন আমেরিকানদের, মুদি দোকানের মতো জায়গায় নন-মেডিকেল মাস্ক পরার সুপারিশ করেছেন।  

তবে এদিন ট্রাম্প সাংবাদিকদের উদ্দেশে বলেন, মাস্ক পরা একটি স্বেচ্ছাসেবার বিষয়। সাংবাদিকদের মাস্ক পরার প্রয়োজন নেই বলে তিনি জানান। এবং তিনিও যে মাস্ক পরবেন না সেটাও জানিয়ে দেন। তবে কেউ যদি স্বেচ্ছায় মাস্ক পরতে চান, তাহলে ঠিক আছে। 

মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে জানানো হয়েছে, আমেরিকা এবং ইউরোপে ইতিমধ্যেই মাস্কের মারাত্মক ঘাটতি দেখা দিয়েছে এবং পরিস্থিতি আরও খারাপ হতে পারে। আর এই অবস্থায় মাস্ক আমদানির ক্ষেত্রে চিনের ওপর নির্ভর করতে হবে।

ট্রাম্প আমেরিকানদের জানিয়েছেন, সুরক্ষিত থাকতে কিছু একটা বানিয়ে বা স্কার্ফ ব্যবহার করার জন্য। ক্লিনিকাল মাস্ক স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং রোগীদের জন্য সংরক্ষণ করা হোক, এমনটাই আহ্বান জানিয়েছেন।
Blogger দ্বারা পরিচালিত.