১৩টি দেশের ১৬৯টি ঘূর্ণিঝড়ের নামকরণ করল ভারতের আবহাওয়া অধিদফতর
Odd বাংলা ডেস্ক: ভারতের আবহাওয়া অধিদফতরের তরফে বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগর-সহ উত্তর ভারত মহাসাগরের ক্রান্তীয় ঘুর্ণিঝড়ের নামের একটি বিশদ তালিকা প্রকাশ করেছে। বিশ্বব্যাপী ছয়টি আঞ্চলিক বিশেষায়িত আবহাওয়া কেন্দ্র (আরএসএমসি) এবং পাঁচটি আঞ্চলিক ক্রান্তীয় ঘূর্ণিঝড় সতর্কতা কেন্দ্র (টিসিডব্লুসি) রয়েছে যা গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড়ের নামকরণ করে।
ভারতের আবহাওয়া অধিদফতর হল ওই ছয়টি আরএসএমসি-র অন্যতম, যারা মোট ১৩টি সদস্য দেশকে ক্রান্তীয় ঘূর্ণিঝড় এবং আসন্ন বিভিন্ন ঝড় সম্পর্কে সতর্কবাণী প্রদান করে থাকে। আর এই সদস্য দেশগুলির মধ্যে রয়েছে ভারত, ইরান, মালদ্বীপ, মায়ানমার, ওমান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরশাহী এবং ইয়েমেন।
এই ১৩টি দেশের জন্য ১৩টি করে মোট ১৬৯টি ঘূর্ণিঝড়ের নামকরণ করা হয়েছে। ভারতের নামগুলির মধ্যে রয়েছে গতি, তেজ, মুরাসু, আগ, ব্যোম, ঝড়, প্রবাহ, নীর, প্রভঞ্জন, ঘূর্ণি, অম্বুদ, জালধি এবং ভেগা। বাংলাদেশের কয়েকটি ঝড়ের নাম হল, নিস্বর্গ, বিপর্জয়, অর্ণব এবং উপকূল।
Post a Comment