লকডাউনের ইতিবাচক প্রভাব পরিবেশে, ২০ বছরে বায়ুদূষণের হার সবচেয়ে কম উত্তর ভারতে
Odd বাংলা ডেস্ক: গত ২০ বছরে এবার উত্তর ভারতে বায়ুদূষণের হার সবচেয়ে কম। মার্কিন মহাকাশ সংস্থা ন্যাশনাল অ্যারোনটিকস অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন তথা নাসা তাদের স্যাটেলাইট তথ্য থেকে সে কথাই জানিয়েছে। নাসার স্যাটেলাইট সেন্সরগুলি এরোসল স্তরগুলিকে পর্যবেক্ষণ করে জানতে পেরেছে যে, করোনা মোকাবিলায় সারা দেশজুড়ে চলতে থাকা লকডাউনের কারণে গত ২০ বছরে সবচেয়ে কম দূষণের হার রয়েছে উত্তর ভারতে।
নাসারা মার্শাল স্পেস ফ্লাইট সেন্টারে কর্মরত ইউনিভার্সিটিস স্পেস রিসার্চ অ্যাসোসিয়েশন-এর বিজ্ঞানী পবন গুপ্তা জানিয়েছেন, 'আমরা জানতাম যে লকডাউন পরিস্থিতিতে একাধিক জায়গায় বায়ুমন্ডলীর কম্পোজিশনে পরিবর্তন আসবে। কিন্তু বছরের এই সময়ে আমি ইন্দো-গাঙ্গেয় সমভূমিতে বায়ুমণ্ডলের এমন পরিবর্তন আগে দেখিনি।'
প্রসঙ্গত, ২০১৬ সাল থেকে শুরু করে প্রত্যেক বছর এই সময় এই স্যাটেলাইট চিত্র ধরে নাসা।
Post a Comment