দিল্লিতে একটি পরিবারের ২৬ জন করোনা আক্রান্ত!


Odd বাংলা ডেস্ক: দিল্লির একই পরিবারে ২৬ জন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন বলে খবর। শনিবার মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, দিল্লির জাহাঙ্গীরপুরীতে থাকে ওই পরিবার। ওই পরিবারের সকলের টেস্ট রিপোর্ট পজিটিভ আসার পর এলাকাটি কনটেনমেন্ট জোন হিসাবে ঘোষণা করা হয়েছে। যাতে সেখান থেকে সংক্রমণ না ছড়ায়, তাই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

কনটেনমেন্ট ঘোষণা করার পর ওই এলাকায় বাইরের লোকের প্রবেশ এবং এলাকাবাসীর বাইরে বেরোনো নিষিদ্ধ করা হয়েছে। প্রসঙ্গত, এর ফলে শনিবার বিকেল পর্যন্ত দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে গিয়ে গল ১,৭০৭। মৃত্যু হয়েছে ৪২ জনের। অন্যদিকে এই নিয়ে দিল্লিতে মোট ৭৬টি কনটেনমেন্ট জোন করা হল। 
Blogger দ্বারা পরিচালিত.