আজ তিনি শুধুই মৃতদেহ, ঋষিকে শেষ দেখা দেখতে হাজির ছেলে, স্ত্রী ও পরিবারের বাকিরা
এখনও যেন ঠিক বিশ্বাস করতে পারছে না গোটা দেশ ৷ এভাবে দুই তারকাকে হঠাৎ হারিয়ে ফেলতে হবে ৷ বুধবার ইরফান আর বৃহস্পতিবার ঋষি ৷ শ্মশানে শায়িত ঋষি কাপুরের মৃতদেহ।
কান্নায় ভেঙে পড়েছেন স্ত্রী নীতু সিং। পরিবারের সবাই শোকস্তব্ধ।
বাবার মৃতদেহের সামনে দাঁড়িয়ে ছেলে রণবীর কাপুর। কাল পর্যন্ত যে বাবাকে দেখেছেন সুস্থ, আজ তিনি আর নেই।
|
অভিষেক বচ্চন এসেছেন চিন্টু আঙ্কেলকে শেষবারের মতো দেখতে। স্বামীকে হাত জোড় করে শেষবারের মতো প্রণাম জানাচ্ছেন স্ত্রী নীতু। |
Post a Comment