ধীরে হলেও রাজ্যে বাড়ছে করোনার সংক্রমণ, এখনও আক্রান্ত ১১০, মৃত ৭


Odd বাংলা ডেস্ক: সারা দেশের সঙ্গে সেই অর্থে পাল্লা দিয়ে নয়, একপ্রকার ধীরে হলেও কিন্তু এরাজ্যে বাড়ছে করোনার সংক্রমণ। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে করোনায় সংক্রামিত হয়েছেন ১১০ জন, পাশাপাশি করোনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৭ জন। এদিন রাজ্য সরকারের তরফে প্রকাশিত বুলেটিনে জানানো হয়েছে এই পরিসংখ্যান। 

সরকারি পরিসংখ্যান আরও বলেছে যে, এই মুহূর্তে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ৩৯১৭৮ জন। এদের মধ্যে এখনও পর্যন্ত ২২৭০ জনকে হাসপাতালে রেখে আইসোলেট করা হয়েছে। পাশাপাশি ১৭২৯৪ জন তাঁদের কোয়ারানটিন কোঠা সম্পূর্ণ করেছেন। হাসপাতাল থেকে ছাড়া হয়েছে ১৮৪৮ জনকে। পাশাপাশি এখনও পর্যন্ত রাজ্যের ২৭৯৩ জনের করোনা টেস্ট হয়েছে।

অন্যদিকে ইতিমধ্যেই রাজ্যে মাস্ক পরা বাধ্যতামুলক করা হয়েছে। পাশাপাশি এই পরিস্থিতিতে পরিস্থিতি কড়া হাতে মোকাবিলা করতে আরও একাধিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে রাজ্য সরকারের তরফে। 
Blogger দ্বারা পরিচালিত.