MBBS ইন্টার্ন ডাক্তারদের দৈনিক ভাতা ২৫০ টাকা! যোগীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন প্রিয়াঙ্কা


Odd বাংলা ডেস্ক: যোগীর রাজ্যে এমবিবিএস ডাক্তারদের ইন্টার্নশিপ ফি বাবদ মাত্র ২৫০ টাকা করে দেওয়ার কথা প্রকাশ্যে আসার পর ক্ষোভে ফেটে পড়েন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীর বঢড়া। সারা দেশজুড়ে চলতে থাকা লকডাউনের মধ্যে ইন্টার্ন ডাক্তারদের এই স্বল্প বেতনের বিষয়টি নিয়ে সরব হয়েছেন প্রিয়াঙ্কা। আর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে ইন্টার্ন ডাক্তারদের বেতন বৃদ্ধির দাবি জানান।

পূর্ব উত্তরপ্রদেশে কংগ্রেসের ভারপ্রাপ্ত প্রিয়াঙ্কা গান্ধী এদিন টুইট করে লেখেন, উত্তরপ্রদেশে শিক্ষানবিশ এমবিবিএস ডাক্রাররা আন্তরিকতার সঙ্গে এই সংকটের মুহূর্তেও তাঁদের দায়িত্ব পালন করে চলেছেন। তাঁদের জীবনও ঝুঁকির মধ্যে। কিন্তু তাঁরা দৈনিক মাত্র আড়াইশো টাকা করে পান। তিনি আরও বলেন, 'এই সঙ্কটের মুহূর্তে ইন্টার্ন ডাক্তারদের বেতন বাড়ানোর দায়িত্ব আপনার (যোগী আদিত্যনাথ)'।

রাজ্য জুড়ে করোনা মহামারিতে আক্রান্ত হয়ে ৩১ জন প্রাণ হারিয়েছে, মোট কোভিড-১৯-এর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,৯৫৫। রাজ্যে এখন পর্যন্ত মোট ৩৩৫ জন সুস্থ হয়ে উঠেছেন। 
Blogger দ্বারা পরিচালিত.