করোনায় দেশে আক্রান্তের সংখ্যা ৩৩,০০০ ছাড়াল, মৃত্যুমিছিল অব্যাহত, ২৪ ঘণ্টায় মৃত ৭৩


Odd বাংলা ডেস্ক: আগামী ৩ মে সারা দেশে চলতে থাকা লকডাউন ৪০তম দিনে গিয়ে দাঁড়াবে। আর তার তিন দিন আগেই সারা দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৩৩,০০০ ছাড়িয়ে গিয়েছে। স্বাস্থ্য মন্ত্রকের তরফে দেওয়া সর্বশেষ তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় ১,৭১৮ জন নতুন করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। যার ফলে এই মুহূর্তে সারা দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৩৩,০৫৫০-এ গিয়ে দাঁড়িয়েছে।  অন্যদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৩ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে প্রকাশিত পরিসংখ্যান অনুসারে, এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১,০৭৪ জনের। তবে পড়ে পাওয়া আনন্দের খবর এই যে, করোনার কবল থেকে জিতে ফিরেছেন ৮,৩২৫ জন। 

বুধবার কেন্দ্রীয় সরকারের তরফে সমস্ত রাজ্য সরকারগুলিকে অনুরোধ করেছিল যে, শর্তসাপেক্ষে, প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করে যেন পরিযায়ী শ্রমিক, পর্যটক এবং ভিনরাজ্যে আটকে থাকা পড়ুয়াদেরও বাড়ি ফেরানো যায়। স্বরাষ্ট্র মন্ত্রক আরও জানিয়েছে, আগামী ৪ মে থেকে কয়েকটি জেলাতে লকডাউন শিথিলকরণ সংক্রান্ত নতুন নির্দেশিকা কার্যকর করা হবে
Blogger দ্বারা পরিচালিত.