করোনায় বিধ্বস্ত অর্থনীতির যেন সুযোগ না নিতে পারে চিন, তাই বিদেশী বিনিয়োগ নীতিতে বদল আনল কেন্দ্র


Odd বাংলা ডেস্ক: করোনা মহামারির মধ্যে সুযোগের সদব্যাবহার করার জন্য যেন ভারতে বিনিয়োগ না করতে পারে সেই জন্যই তড়িঘড়ি ব্যবস্থা নিল কেন্দ্রীয় সরকার। আর এই নয়া নিয়ম অনুসারে, সরাসরি বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে ভারতের সমস্ত প্রতিবেশী রাষ্ট্রকেই আগে থাকতে কেন্দ্রীয় সরকারের অনুমতী নিতে হবে।

শনিবার কেন্দ্রের তরফে সাফ জানানো হয় যে, ভারতের প্রতিবেশীরাষ্ট্রগুলি যেমন বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, ভুটান, মায়ানমার, এবং চিন এই নয়া নিয়মের আওতাভুক্ত হবে। আরও জানানো হয়েছে যে, ভারতের সঙ্গে সীমান্ত দ্বারা যুক্ত কোনও দেশ বা সেদেশের নাগরিক কেবলমাত্র সরকারি পদ্ধতি মেনে এবং সরকারের কাছ থেকে অনুমতি নিয়ে তবেই ভারতে বিনিয়োগ করতে পারবে। 

প্রসঙ্গত, ২০১৯ সালের এপ্রিল মাস থেকে ডিসেম্বরের মধ্যে ভারতে বিদেশি বিনিয়োগের হার দশ শতাংশ বৃদ্ধি পেয়েছে। করোনার কারণে বিপর্যস্ত ভারতের অর্থনৈতিক ব্যবস্থা, এই অবস্থায় কোনও দেশ যাতে তার সুযোগ নিতে না পারে, সেজন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। 
Blogger দ্বারা পরিচালিত.