বাড়ছে করোনা আতঙ্ক, সারা দেশে মৃতের সংখ্যা বেড়ে ৮০৯, আক্রান্ত ২৬,৪৯৬
Odd বাংলা ডেস্ক: করোনা মোকাবিলায় সারা দেশজুড়ে লকডাউনের সময়সীমা দ্বিতীয় দফায় বাড়ানো হয়েছে। আর এই লকডাউন পরিস্থিতিতেই কার্যত লাফিয়ে বাড়ছে দেশে করোনা আক্রান্তের সংখ্যা।
আজ সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া হিসাব বলছে, সারা দেসে এই মুহূর্তে করোনা আক্রান্তের সংখ্যা ২৬,৪৯৬। তবে করোনা যুদ্ধ জয় করে ফিরে এসেছেন ৫,৮০৩। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১,৯৯০ জনের শরীরে করোনা ধরা পড়েছে।
একইসঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে করোনায় মৃতের সংখ্যাও। দেশে মৃতের সংখ্যা বেড়ে গিয়ে হয়েছে, ৮০৯। কারণ গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৪৯ জনের মৃত্যু হয়েছে। সারা দেশের মধ্যে সবচেয়ে কঠিন পরিস্থিতি মহারাষ্ট্রে, এরপরেই গুজরাট, দিল্লি, মধ্যপ্রদেশ, রাজস্থান, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, অন্ধপ্রদেশ, তেলেঙ্গানা, পশ্চিমবঙ্গ, কর্ণাটক, জম্মি ও কাশ্মীর ইত্যাদি।
Post a Comment