করোনায় মারাত্মকভাবে বিপর্যস্ত দেশের হাতে অ্যান্টি-ম্যালেরিয়া ওষুধ তুলে দেবে ভারত সরকার
Odd বাংলা ডেস্ক: করোনাভাইরাস রুখতে হাইড্রক্সিক্লোরোকুইন যদি ভারক আমেরিকাকে না পাঠায় তাহলে তার প্রতিশোধ নেবে আমেরিকা। এমনই হুঁশিয়ারি জারি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে আপতকালীন পরিস্থিতিতে ওষুধ রফতানি স্থগিত রেখেছিল ভারত। কিন্তু ট্রাম্পের হুঁশিয়ারির পর ভারত তাঁর অবস্থান থেকে খানিকটা সরেই এল।
এদিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, করোনা অতিমারিতে যেসব দেশগুলি মারাত্মকভাবে বিধ্বস্থ, সেইসব দেশগুলিকে করোনার ওষুধ, অর্থাৎ অ্যান্টি-ম্যালেরিয়া ওষুধ হাইড্রক্সিক্লোরোকুইন সরবরাহ করা হবে। এবিষয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব জানিয়েছেন, ভারত সর্বদাই আন্তর্জাতিক সংহতি এবং সহযোগীতার কথা বলে এসেছে।
তিনি আরও বলেন, অতিমারির এই চরম মুহূর্তে দাঁড়িয়ে ভারতের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, তারা প্যারাসিটামল এবং হাইড্রক্সিক্লোরোকুইন-এর মতো ওষুধ প্রতিবেশী দেশগুলিকে সরবরাহ করা হবে। পাশাপাশি যেসব দেশ করোনার কবলে ব্যপকভাবে বিপর্যস্ত, তাদেরও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হবে।
বর্তমানে করোনার এপিসেন্টার হল আমেরিকা। সেখানে ইতিমধ্যেই মৃতের সংখ্যা দশ হাজার ছাড়িয়ে গিয়েছে। আক্রান্তের সংখ্যা সাড়ে তিন লক্ষেরও বেশি। প্রসঙ্গত, বিশেষজ্ঞ মহলের দাবি চাপের মুখে নতি শিকার করেই ওষুধ রফতানির সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার।
Post a Comment