লকডাউনের মধ্যেই উত্তপ্ত সীমান্ত, সেনাবাহিনীর গুলিতে নিকেশ হল ৯ সন্ত্রাসবাদী
Odd বাংলা ডেস্ক: সারা দেশজুড়ে এখন লকডাউন চলছে, তখন জম্মু ও কাশ্মীর উপত্যকা সরগরম হয়ে উঠেছে। সন্ত্রাসবাদী এবং সেনাবাহিনীর লড়াইয়ে ৯জন সন্ত্রাসবাদী নিহত হয়েছে এবং সেনাবাহিনীর এক জওয়ান প্রাণ হারিয়েছে। পাশাপাশি এনকাউন্টারে আরও দুজন গুরুতর আহত হয়েছেন। তাঁরা বর্তমানে হাসপাতালসে চিকিৎসাধীন।
সেনা সূত্র জানিয়েছে, কাশ্মীর উপত্যকায় গত চব্বিশ ঘন্টার মধ্যে ন'জন সন্ত্রাসী ভারতীয় নিরাপত্তা বাহিনীর হাতে নিহত হয়েছিল। নিহত মোট সন্ত্রাসীদের মধ্যে দক্ষিণ কাশ্মীরের বাটপুরায় চারজন সন্ত্রাসী নিহত হয়েছে এবং কেরান সেক্টরের সীমান্তরেখা বরাবর বাকি পাঁচ সন্ত্রাসীকে নিকেশ করা হয়েছে। কেরান সেক্টরে নিহত সন্ত্রাসীরা এলওসি জুড়ে অনুপ্রবেশের চেষ্টা করছিল।
এই অভিযানে ভারতীয় সেনার এক জওয়ান প্রাণ হারিয়েছেন এবং আরও দু'জন সেনা গুরুতর আহত হয়েছেন। আহতদের সরিয়ে নেওয়ার অভিযান চালানো হলেও ভারী তুষারপাত এবং রুক্ষ ভূখণ্ডের কারণে ব্যহত হয়েছে। সূত্র মারফত জানা গিয়েছে অপারেশন এখনও অব্যাহত।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহত জঙ্গিরা এই সপ্তাহের শুরুতেই কুলগাম জেলায় তিনজন সাধারণ মানুষকে হত্যা করেছিল। তবে, এপ্রসঙ্গে এখনও প্রশাসনিক তরফে এই বিষয়টি এখনও নিশ্চিত করা হয়নি।
Post a Comment