করোনা রোগীদের 'জীবন' দিতে নয়া উদ্যোগ, সস্তায় ভেন্টিলেটার তৈরি করল ভারতীয় রেল
Odd বাংলা ডেস্ক: প্রথমে মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার তৈরির কাজ শুরু করেছিল রেল। আর এবার কম খরচে ভেন্টিলেটার তৈরি করে তাক লাগাল রেল। সেই ভেন্টিলেটররে নাম রাখা হয়েছে জীবন। কাপুরতলা রেল কোচ ফ্যাক্টরিতে তৈরি করা হচ্ছে এইসব ভেন্টিলেটার, যা করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে এবং চিকিৎসা সরঞ্জামের ঘাটতির দিনে কয়েক হাজার মানুষের প্রাণ বাঁচাতে পারবে।
ভেন্টিলেটারগুলি এখন আইসিএমআর-এর সম্মতির অপেক্ষায় রয়েছে। 'জীবন' যাঁর মস্তিষ্কপ্রসূত সেই আরসিএফ-এর জেনারেল ম্যানেজার রবীন্দ্র গুপ্ত জানিয়েছেন, কমপ্রেশার ছাড়া এই ভেন্টিলেটরের মূল্য প্রায় দশ হাজার টাকার মতো। আইসিএমআর সম্মতি দিলেই তাঁরা ১০০টির মতো ভেন্টিলেটার তৈরি করতে পারবেন বলে জানান তিনি।
তিনি আরও বলেন সাধারণ ভেন্টিলেটর বানাতে যা খরচ হয় তার এক ভাগ খরচ করা হবে জীবন বানাতে। প্রসঙ্গত, ভেন্টিলেটর হল এমন একটি ডিভাইস যা ফুসফুসে বায়ু এবং অক্সিজেন পাম্প করতে ব্যবহার করা হয়। কোভিড-১৯ আক্রান্তরা অনেকেই ফুসফুস বিকল হওয়ার কারণে প্রাণ হারাচ্ছেন, তাঁদের বাঁচিয়ে তুলতে ভেন্টিলেটার একটি খুবই গুরুত্বপূর্ণ যন্ত্র।
Post a Comment