রাষ্ট্রপতির স্ত্রী সেলাই করছেন মাস্ক, পরবে সহায়-সম্বলহীন মানুষগুলো


Odd বাংলা ডেস্ক: রামনাথ কোবিন্দের স্ত্রী সবিতা কোবিন্দ ব্যস্ত সময় পার করছেন সেলাই মেশিনের সামনে। করোনা মোকাবিলায় ত্রাণ শিবিরের বাসিন্দাদের জন্য মাস্ক সেলাই করছেন ভারতের ফার্স্ট লেডি। প্রেসিডেন্টের এস্টেট শক্তি হাতের ব্যানারে ত্রাণ শিবিরের লাখ লাখ অসহায় মানুষের জন্য এ মাস্ক সেলাই করছেন সবিতা। দিল্লি আরবান শেল্টার ইম্প্রুভমেন্ট বোর্ডের মাধ্যমে এসব মাস্ক দেওয়া হবে বিভিন্ন ত্রাণ শিবিরে। মাস্ক সেলাই করে সবিতা এক বার্তায় জানান, কোভিড-১৯ মহামারির বিরুদ্ধে প্রত্যেকে লড়াই করতে পারে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা সুপারিশ করেছেন, করোনা মোকাবিলায় সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি মাস্কও পরতে হবে। সেলাই মেশিনের সামনেও লাল কাপড়ের মাস্ক পরে দৃষ্টান্ত তৈরি করেছেন রাষ্ট্রপতির সহধর্মিনী।
Blogger দ্বারা পরিচালিত.