ফুলের মালা নেই, লকডাউনে মাস্ক পরে হ্যান্ড স্যানিটাইজ করে বিয়ে করল যুগল!


Odd বাংলা ডেস্ক: করোনা রুখতে গত ২৪ মার্চ সারা দেশজুড়ে লকডাউন ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু এর ফলে কার্যত মাথায় আকাশ ভেঙে পড়েছিল ইন্দৌরের জৈন পরিপারের। ইন্দৌরের অক্ষয় জৈন-এর মেয়ের বিয়ে ঠিক হয়েছিল ৩১ মার্চ। কিন্তু আচমকা লকডাউনের জেরে তাদের কাছে কেবল ২টো অপশন ছিল। হয় বিয়ের অনুষ্ঠান পিছিয়ে দিতে হবে আর না হয় বিয়ের বিলাশবহুল পরিকল্পনায় কাটছাঁট করতে হবে। 

জৈন পরিবার দ্বিতীয় অপশনটাই বেছে নিয়েছিলেন। অবশেষ ৩১ তারিখেই অক্ষয় জৈনের মেয়ে কিঞ্জলের সঙ্গে বিয়ে হয় মুম্বইয়ে কেন্দ্রীয় সরকারি কর্মীর। আত্মীয়-পরিজন এবং অতিথিদের এই অনুষ্ঠান থেকে বাদ রাখা হয়েছিল, উপস্থিত ছিলেন কেবল পরিবারের ঘনিষ্ট সদস্যরাই। 

খুবই সামান্য আয়োজনে বর এবং বধূবেশে বিয়ে করেন তাঁরা। বিয়েতে ব্যবহার করা হয়নি কোনও ফুলের মালাও। যেকজন বিয়েতে উপস্থিত ছিলেন তাদের সকলেরই মুখে ছিল মাস্ক। পাশাপাশি বারবার হাত পরিষ্কার রাখার জন্য ছিল হ্যান্ড স্যানিটাইজার। সকলে পারস্পরিক দূরত্বও বজায় রেখেছিলেন। লকডাউনের মধ্যেই এক অন্যরকম বিয়ের সাক্ষী রইল গোটা দেশ।
Blogger দ্বারা পরিচালিত.