বিবস্ত্র হয়ে নার্সদের নোংরা ইঙ্গিত করছে নিজামুদ্দিনের করোনা আক্রান্ত মুসলিমরা
Odd বাংলা ডেস্ক: বৃহস্পতিবার রাতে গাজিয়াবাদের এমএমজি জেলা হাসপাতালের চিফ মেডিকেল অফিসার (সিএমও) স্থানীয় পুলিশকে জানিয়েছিলেন যে তাবলিঘি জামাতের সদস্যরা হাসপাতালের অভ্যন্তরে অশ্লীল অঙ্গভঙ্গি করে নগ্ন হয়ে ঘুরে বেড়াচ্ছে। এই প্রসঙ্গে কোতোয়ালি ঘন্টাঘর থানায় ছয়জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।
করোনায় দেশজোড়া লকডাউনের মধ্যে চোনা ফেলে দিয়েছে দিল্লির নিজামউদ্দিনের ধর্মীয় সমাবেশ।
দিল্লি পুলিশের নাকের ডগায় তবলিঘি জমাতের ওই সমাবেশ থেকে গোটা দেশে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ার যে আশঙ্কা তৈরি হয়েছে, তা অমূলক নয়। তামিলনাড়ু সরকারের রিপোর্ট জানাচ্ছে, সেখানে করোনা আক্রান্তদের বড় অংশ যোগ দিয়েছিলেন তবলিঘির ওই ধর্মীয় সমাবেশে। রিপোর্ট অনুযায়ী, তামিলনাড়ুতে করোনা পজিটিভ ৩০৯ জনের মধ্যে ২৬৪ জনই তবিলিঘির সদস্য। তাঁরা দিল্লির ওই ধর্মীয় সমাবেশে ছিলেন। এই পরিস্থিতিতে উত্তরপ্রদেশের গাজিয়াবাদের হাসপাতালে করোনা সন্দেহে ভরতি কয়েকজন জামাত সদস্যের কাজকর্মে তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছে। অভিযোগ, তাঁরা হাসপাতালে উলঙ্গ হয়ে ঘুরে বেড়াচ্ছেন। নার্সদের উদ্দেশে কুরুচিকর কথাবার্তা বলছেন।
ঘটনার পরপরই গাজিয়াবাদের সিএমও স্থানীয় পুলিশ স্টেশনে অভিযোগ জানান। ওই জামাত সদস্যদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন হাসপাতালের নার্সরাও। দিল্লির ওই সমাবেশে উত্তরপ্রদেশ থেকে গিয়েছিলেন অনেকজন। তাঁদের মধ্যে বেশ কয়েকজনকে করোনা আক্রান্ত সন্দেহে গাজিয়াবাদের হাসপাতালে ভরতি করা হয়।
ওই জামাত সদস্যদের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছিল। অভিযোগ, সমস্ত বিধিনিষেধ উপেক্ষা করে তাঁরা ওয়ার্ড ছেড়ে বেরিয়ে আসেন বাইরে। জামা-কাপড় খুলে উলঙ্গ হয়ে ঘুরতে থাকেন তাঁরা। নার্সদের উদ্দেশেও ছুঁড়ে দেন কুরুচিকর বার্তা, অভিযোগ এমনটাই। কিছুক্ষণের মধ্যেই অবশ্য এই বিষয়ে এফআইআর দায়ের হয়।
Post a Comment