২০টি করোনাত্রস্ত দেশে বিনামূল্যে করোনার ওষুধ পাঠাবে জাপান


Odd বাংলা ডেস্ক: করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য এবার ওষুধ পাঠাবে জাপান। সারা বিশ্বের ২০টি দেশে বিনামূল্য অ্যান্টি ফ্লু ড্রাগ অ্যাভিগান সরবরাহ করার পরিকল্পনা গ্রহণ করেছে জাপান সরকার। এদিন জাপানের পররাষ্ট্র মন্ত্রী তোশিমিতশু মোতেগি এমনটাই জানিয়েছেন। 

প্রসঙ্গত, জাপানের ফুজি ফিল্ম তয়োমা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের অ্যান্টিভাইরাল ড্রাগ হিসেবে পরিচিত এই অ্যাভিগান। ২০১৪ সাল থেকে ইনফ্লুয়েঞ্জার চিকিৎসায় জাপানে এই ওষুধ ব্যবহৃত হচ্ছে। এই ওষুধ চিনের করোনা সংক্রামিত উহান প্রদেশের আক্রান্তদের উপর প্রয়োগ করা হয়েছিল। চিনের দাবি, এই ওষুধ করোনাভাইরাস প্রতিরোধে ভাল ফল দিয়েছে। এরপরই বিশ্বে ওষুধটি নিয়ে হইচই শুরু হয়. তার পরই এই ওষুধ করোনাত্রস্ত দেশে সরবরাহের সিদ্ধান্ত নেয় জাপান। 

পররাষ্ট্র মন্ত্রী আরও জানিয়েছেন এই ওষুধ নিতে আগ্রহ প্রকাশ করেছে বুলগেরিয়া, চেক প্রজাতন্দ্র, ইন্দোনেশিয়া, ইরান, মায়ানমার, সৌদি আরব এনং তুরস্কের পাশাপাশি অতিরিক্ত ৩০টি দেশ। সরকার এই বিষয়টি নিয়েও ভাবনা চিন্তা করছে। 
Blogger দ্বারা পরিচালিত.