প্রবল বেগে ধেয়ে আসছে সুনামি, হতে পারে ভয়ঙ্কর ভূমিকম্পও! প্রলয় আসন্ন
Odd বাংলা ডেস্ক: সারা বিশ্ব যখন করোনার আক্রমণে জর্জরিত, তখন মহাপ্রলয় ঘনিয়ে আসার পূর্বাভাস দিল জাপান। জাপানের একটি সরকারী প্যানেল হুঁশিয়ারি জারি করেছে যে, জাপানের হোক্কাইডোতে যদি রিখটার স্কেলে ৯ মাত্রার ভূমিকম্প হয় এবং ৩০ মিটার উচ্চতার সুনামি ধেয়ে আসে তাহলে বিধ্বস্ত হতে পারে এই দ্বীপ।
এটিকে 'সবচেয়ে খারাপ পরিস্থিতি' বলে ব্যাখ্যা করে প্যানেলটি জানিয়েছে যে জাপান ট্রেঞ্চ এবং কুড়িল ট্রেঞ্চের চারপাশে একটি ভূমিকম্প আসন্ন। প্যানেল অবশ্য এও স্বীকার করেছে যে, এইরকম ভূমিকম্পের সম্ভাবনা গণনা করা খুবই কঠিন, তবে তিনি উল্লেখ করেছেন যে, এর আগে প্রতি ৩০০-৪০০ বছরে একটি ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছে। সর্বশেষ ভূমিকম্পটি হয়েছে সপ্তদশ শতাব্দীতে।
ভূমিকম্পবিদ কেনজি সাতাকে জানিয়েছেন যে একটি বিরাট মাত্রার ভূমিকম্প এবং সুনামী অবশ্যম্ভাবীস কারণ বিগত ৬০০০ বছরে এরকমটা একাধিকবার ঘটেছে। জাপানের ক্যাবিনেট অফিসের তরফে একটি কার্যনির্বাহী দল গঠন করা হয়েছে, যারা ক্ষয়ক্ষতির অঙ্কটা অনুমান করছেন। প্যানেলটি গত ৬০০০ বছরে বিভিন্ন সময়ে ঘটে চলা সুনামির ওপর বিশ্লেষণ করে দেখেছে যে এর ফলে জাপানের হোক্কাইডো, ইওয়াতে, মিয়াগি, ফুকুশিমা, ইবারাক, আওমোরি এবং চিবা-র মতো সাতটি প্রদেশের ওপর আঘাত হানবে। প্যানেলের তরফে পূর্বাভাস দেওয়া হয়েছে যে, ইওয়াতে সুনামিতে ক্ষয়ক্ষতির পরিমাণ হবে সবচেয়ে বেশি কারণ সেখানে ২৯.৭ মিটার উচ্চতায় জলচ্ছ্বাস হবে আর তার পরেই নাম থাকবে হোক্কাইডোর, যেখানে ২৭.৯ মিটার উচ্চতায় জলচ্ছ্বাস হতে পারে।
Post a Comment