সাংবাদিকের যখন প্যান্ট নেই
Odd বাংলা ডেস্ক: বাড়িতে বসে অফিসের কাজ করতে সাজগোজ বা পরিপাটির প্রয়োজন পড়ে না। বিছানা, সোফা, বারান্দা যেখানে খুশি সেখানেই বসেই কাজ করা যায়। তবে সেটি যদি টেলিভিশন ক্যামেরার সামনে হাজির হওয়ার কাজ হয় সেখানে এগুলোর কোনোটিই খাটবে না। মার্কিন টেলিভিশন চ্যানেল এবিসির সাংবাদিক উইল রিভ হয়তো বিষয়টি ভুল গিয়েছিলেন।
নইলে কি আর তিনি প্যান্ট না পরেই ক্যামেরার সামনে হাজির হন!
সিএনএন জানিয়েছে, মঙ্গলবার সকালে ‘গুড মর্নিং আমেরিকা’অনুষ্ঠানে প্রতিবেদন নিয়ে ক্যামেরার সামনে হাজির হন রিভ। বাড়িতে বসেই প্রতিবেদন পরিবেশন করছিলেন তিনি। তাই ক্যামেরার অ্যাঙ্গেল তিনি নিজেই ঠিক করে নিয়েছিলেন।
অনুষ্ঠানের শুরুতে রিভকে স্যুট পরা অবস্থাতেই দেখা যায়। তবে তীক্ষ্ম নজরধারী দর্শকদের চোখে দ্রুতই ধরা পড়ে- রিভের স্যুটের নিচে প্যান্ট নেই। টেলিভিশনের স্ক্রল প্রথমদিকে তার উন্মুক্ত পা ঢেকে রাখলেও শেষ রক্ষা হয়নি।
পরে রিভ জানান, স্যুট জ্যাকেটের নিচে ওয়ার্কআউট পোশাক পরেছিলেন তিনি।
টুইটারে তিনি লিখেছেন, ‘যখন ওয়ার্ক ফ্রম হোম করতে গিয়ে ভুল হয়ে যায় (বা, আপনার নিজের ফ্রেম করা লাইভ শটটি বেশি চওড়া হয়ে যায়)! সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে বন্ধুবান্ধব, পরিবার এবং কয়েক শতাধিক অচেনা ব্যক্তির দেখা ওই ক্যামেরা অ্যাঙ্গেল আমাকে আমার সকালের রুটিন পুনর্বিবেচনা করতে বাধ্য করেছে।’
Post a Comment