লকডাউনের মধ্যে কেক কেটে বিরিয়ানি খাইয়ে মেগা বার্থডে পার্টি দিলেন এই বিজেপি বিধায়ক


Odd বাংলা ডেস্ক: করোনাভাইরাস ঠেকাতে দেশজুড়ে জারি রয়েছে ২১ দিনের লকডাউন। সামাজিক দূরত্ব বজায় রেখে চলা, একান্ত প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে পা না রাখা এমনকি জমায়েত এড়িয়ে চলার পরামর্শই যেখানে বার বার বলা হচ্ছে এমন পরিস্থিতিতে শুক্রবার বিজেপির একজন বিধায়ক তাঁর জন্মদিনে মেগা পার্টি রাখলেন। 

কর্ণাটকের টুমাকুরু জেলার তুরুভেকেরের বিধায়ক এম জয়রাম নিজের জন্মদিন উপলক্ষ্যে সাদা গ্লাভস পরে একটি বড় চকোলেট কেক কাটেন এবং তা শিশু-সহ অন্যান্যদেরও দেওয়া হয়েছে। তাঁর জন্মদিনের যেসব ছবি প্রকাশ্যে এসেছে, তাতে দেখা গিয়েছে মারাত্মক মহামারিকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে বেঙ্গালুরু থেকে প্রায় ৯০ কিলোমিটার দূরত্বে গুব্বি শহরে, যেখানে মেগা বার্থডে পার্টির আয়োজন করা হয়েছিল সেখানে উপস্থিত সকলকে বিরিয়ানিও পরিবেশন করা হয়েছিল। তাঁর জন্মদিনে কর্মীসমর্থক এবং বন্ধুবান্ধব সমেত প্রায় কয়োকশো মানুষের সমাগম হয়েছিল বলে খবর। 

প্রসঙ্গত তিনিই প্রথম নন, গত মাসে বিবাহ-সহ সব সামাজিক জমায়েত নিষিদ্ধ করার কয়েক দিন পরেই কর্ণাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা ১৫ মার্চ বেলগাভিতে বিজেপি নেতার বিয়ের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। তবে যেখানে সাধারণ মানুষ থেকে শুরু করে প্রশাসন এবং চিকিৎসা কর্মীরা সকলেই নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে করোনা মোকাবিলা করছে তখন এমন কাজে কার্যতই বিরক্ত বিশেষজ্ঞ মহল। 
Blogger দ্বারা পরিচালিত.