কষ্ট করে আর ATM যেতে হবে না, আপনার বাড়ির সামনে আসবে চলমান টাকা তোলার যন্ত্র
Odd বাংলা ডেস্ক: গ্রামীন এলাকায় ডিজিটালাইজেশনের এক অনবদ্য পদক্ষেপ হিসাবে কর্ণাটক গ্রামীর ব্যাঙ্ক (কেজিবি) শুরু করেছে 'মোবাইল এটিএম' পরিষেবা। কর্ণাটকের একাধিক জেলায় শুরু হয়েছে এই পরিষেবা।
প্রাথমিকভাবে কৃষকভাইদের জন্য একটি সচেতনতামুলক পদক্ষেপ ছিল এটি। এর সাহায্যে ব্যাঙ্কের বিভিন্ন স্কিম সম্পর্কে চাষীদের সচেতন করতে এই বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। পাশাপাশি ডিজিটাল এটিএম কীভাবে ব্যবহার করতে হয় এবং এর মাধ্যমে চাষীরা যাতে চটজলদি এবং সহজে ঋণ শোধ করতে পারেন সেটাও ছিল অন্যতম লক্ষ্য।
Karnataka: Karnataka Gramin Bank has deployed a mobile ATM van in Kalaburagi to help customers withdraw cash, amid the lockdown pic.twitter.com/eA4D5o0PA5— ANI (@ANI) April 21, 2020
তবে এবার লকডাউন পরিস্থিতিতে অন্যভাবে কাজে লাগানো হল এই মোবাইল এটিএম-কে লকডাউনে যাতে মানুষের টাকা তুলতে অসুবিধা না হয়, তার জন্য কর্ণাটকের একাধিক জেলায় চালানো হচ্ছে এই চলমান এটিএম।
Post a Comment