মদ না খেলে টাকা আসবে কোথা থেকে? বলছেন এই রাজ্যের মন্ত্রী
Odd বাংলা ডেস্ক: ২৫ মার্চ লকডাউন চালু হওয়ায় গোটা দেশে বন্ধ রয়েছে মদ বিক্রি। প্রতি মাসে ১৮০০ কোটি টাকা করে লোকসান হচ্ছে কর্নাটক সরকারের। আর তাই সেই রাজ্যের আবগারি মন্ত্রী নাগেশ চিন্তায় পড়েছেন, এই পরিস্থিতিকতে কর্মীদের মাইনের ব্যবস্থাও করতে পারবেন না। তাই তিনি মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে অনুরোধ করেছেন, ৩ মের পর একটু হলেও কড়াকড়ি শিথিল করা হোক। জবাবে ইয়েড্ডি বলেছেন, পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেওয়া হবে। নাগেশ জানিয়েছেন, মুখ্যমন্ত্রী কিছু ব্যবস্থা নেবেন বলে আশায় আছেন তিনি।
৩ তারিখ শেষ হতে চলেছে এই দ্বিতীয় দফার লকডাউন। অনেকেই আশা করছেন, তারপর স্বাভাবিক হবে পরিস্থিতি। যদিও বেশিরভাগের ধারণা, লকডাউন এখনই পুরোপুরি উঠে যাওয়ার কোনও সম্ভাবনা নেই, কারণ করোনার প্রকোপ একটুও কমেনি।
Post a Comment