করোনা পরিস্থিতিতে ব্যাঙ্কে যাচ্ছেন, অবশ্যই মাথায় রাখুন এই কয়েকটি বিষয়
Odd বাংলা ডেস্ক: সারা বিশ্বকে যেন এক লহমায় স্তব্ধ করে দিয়েছে মারণ করোনা ভাইরাস। সকলের অলক্ষ্যে এক মানুষ থেকে অন্য মানুষের শরীরে নিমেষে ছড়িয়ে পড়ছে এই প্রাণঘাতী ভাইরাস। এই পরিস্থিতিতে নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে হোক বা টাকা তুলতে ব্যাঙ্কে, বাড়ি থেকে বেরোতে হচ্ছে নিশ্চয়? তবে ভয় পাবেন না, কয়েকটি বিষয় মাথায় রাখলেই কিন্তু বাইরে বেরিয়েও সুরক্ষিত থাকতে পারেন আপনি। জেনে নিন কীভাবে-
গণপরিবহণ এড়িয়ে চলুন-
- এখন যদিও সব জায়গায় গণপরিবহণ বন্ধ। তবে নিজের যদি সাইকেল বা বাইক থাকে তাতে করেই যেতে পারেন ব্যাঙ্ক। আর শাখা যদি পায়ে হাঁটা দূরত্বে হয়, তাহলে হেঁটেই চলে যান।
- অবশ্যই একা ব্যাঙ্কে যান। সঙ্গে কাউকে নেওয়ার প্রয়োজন নেই।
- বাড়িতে বয়স্ক মানুষ থাকলে তাঁদের ব্যাঙ্কের কাজ আপনিই করে দিন, দয়া করে, এই মুহূর্তে বয়স্কদের বাইরে বেরোনো ঠিক হবে না।
লিফ্ট ব্যবহারের ক্ষেত্রে-
- ব্যাঙ্ক যদি উপরেরর ফ্লোরে হয়, আর আপনাকে যদি লিফট ব্যবহার করতে হয়, তাহলে লিফট দয়া করে এড়িয়ে চলুন।
- সিঁড়ি ব্যবহার করে পায়ে হেঁটে ওঠার চেষ্টা করুন।
- তবে একান্তই প্রয়োজন হলে লিফটের বোতাম কনুই দিয়ে টিপুন।
- লিফটের ভেতরের দেওয়ালে হেলান দেবেন না।
ব্যাঙ্কে প্রবেশ করার পর-
- ব্যাঙ্কের কাঁচের দরজা সরাসরি হাত দিয়ে ঠেলবেন না। কনুই দিয়ে ঠেলুন।
- বিভিন্ন ব্যাঙ্কের শাখায় সকলের ব্যবহারের জন্য একটি মাত্র কলম রাখা থাকে। সেটি ব্যবহার করবেন না। নিজের সঙ্গে একটি কলম রাখুন।
- এরপর টাকা জমা বা তোলার কাজ থাকলে, তার আগে অবশ্যই হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন।
- হাতে পাওয়ার পর টাকা কখনওই থুতু দিয়ে গুণবেন না। এ অভ্যাস না থাকলে ভাল, কিন্তু যদি থাকে তা আজই বর্জন করুন।
- বাড়ি থেকে বেরোনোর সময় যে অতি অবশ্যই মাস্ক পরবেন, তা আর আলাদা করে বলার প্রয়োজন নেই।
Post a Comment