করোনা রোগীদের সেবা করবেন, সেইজন্য নিজের বিয়ে পিছিয়ে দিলেন এই চিকিৎসক


Odd বাংলা ডেস্ক: সারা দেশজুড়ে বিস্তার লাভ করতে থাকা করোনাভাইরাসের সঙ্গে লড়াই করতে দিন-রাত এক করে দিয়ে পরিশ্রম করে চলেছেন অসংখ্য স্বাস্থ্যকর্মী এবং চিকিৎসকরা। পরিবার থেকে দূরে থেকে নিরন্তর কাজে ব্যস্ত তাঁরা। তেমনই এই পরিস্থিতিতে বড় মনের পরিচয় দিলেন এক ২৩ বছর বয়সী সার্জন। 

কেরলের ওই সার্জেন তাঁর বিয়ে বাতিলের সিদ্ধান্ত নেন। এই কঠিন পরিস্থিতিতে করোনা আক্রান্ত মানুষদের সেবার জন্য নিজের জীবনের এত বড় সিদ্ধান্ত নিয়েছেন তিনি। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুসারে কন্নুর-এর প্রিয়ারাম মেডিকেল কলেজ হাসপাতালের হাউস সার্জেন হিসাবে কর্মরত ২৩ বছরের ড. শিফা এম মহম্মদ। গত ২৯ মার্চ তাঁর বিয়ে ছিল। কিন্তু সেদিন ওয়েডিং লেহেঙ্গার পরিবর্তে প্রোটেকটিভ গিয়ার পরে করোনা আক্রান্তদের সেবা করবেন বলেই সিদ্ধান্ত নিয়েছিলেন। 

তাঁর কথায়, বিয়ে তাঁর জন্য অপেক্ষা করবে, কিন্তু করোনা আক্রান্ত যেসব রোগী আইসোলেশন ওয়ার্ডে ভর্তি তাঁদের এখন না দেখলে বড্ড দেরি হয়ে যাবে। শিফার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তাঁর পরিবারও। মেয়ের এই সিদ্ধান্তে গর্বিত তাঁর পরিবার। 
Blogger দ্বারা পরিচালিত.