ঘরে বসে মাত্র ৩ মিনিটেই পান জেল্লাদার ত্বক, মেনে চলুন এই টোটকা


Odd বাংলা ডেস্ক: বাড়ি বসে যদি জেল্লাদার ত্বক পেতে চান, তাহলে অবশ্যই মেনে চলুন এই সহজ টোটকা। যাতে আপনি পেতে পারেন, কোমল, উজ্জ্বল ত্বক।  এর জন্য চাই সামান্য কিছু উপকরণ-

  • গোলাপ জল ১ চা চামচ
  • জাফরান ৩-৪ দানা 
  • অ্যালোভেরা জেল- আধ চা চামচ
  • ঈষদুষ্ণ জল- সামান্য

ব্যবহারের পদ্ধতি- 

  • প্রথমে গোলাপ জলের মধ্যে জাফরানের দানা ঘণ্টা খানেক ভিজিয়ে রাখুন। যত বেশি সময় ভিজিয়ে রাখবেন, সেটি তত বেশি কার্যকরী হবে। জাফরানের রঙ বের হলে এর সঙ্গে মেশান অ্যালোভেরা জেল। 
  • এরপর ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে নিন। এবার পরিষ্কার ত্বকে তুলো দিয়ে মিশ্রণটি লাগিয়ে নিন। 
  • এই প্রলেপ মুখে শুকনো হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এরপর কয়েক দানা জাফরান গরম জলে ভিজিয়ে রেখে দিন সারা রাত।  এরপর সকালে উঠে ওই জলে মুখ ধুয়ে নিন। আর পেয়ে যান ইন্সট্যান্ট গ্লোয়িং ত্বক।

উপকারিতা-

  • সেই প্রাচীনকাল থেকেই রূপচর্চায় গোলাপ জলের ব্যবহার হয়ে আসছে। গোলাপ জল নিয়মিত ব্যবহারে ত্বকের কোমলতা ধরে রাখতে সাহায্য করে।
  • ত্বক থেকে বলিরেখা ও কালো দাগ মুছে ফেলতে জাফরান অত্যন্ত কার্যকরী একটি উপাদান। এছাড়া জাফরান ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে।
  • অ্যালোভেরা জেল ত্বককে কোমল, টানটান ও দাগহীন করতে সাহায্য করে। ঘণ্টার পর ঘণ্টা ত্বকের সতেজভাব ধরে রাখতে ভিটামিন ই সমৃদ্ধ অ্যালোভেরা জেল অত্যন্ত কার্যকরী।
Blogger দ্বারা পরিচালিত.