দেশের মধ্যে সবচেয়ে ভাল করে লকডাউন মানছে শহর কলকাতা, বলছে সমীক্ষা
Odd বাংলা ডেস্ক: সারা দেশের মধ্যে সবচেয়ে ভালভাবে লকডাউন মেনে চলা হচ্ছে শহর কলকাতায়। নানা, একথা আমরা বলছি না, বলছে একটি সর্বভারতীয় সমীক্ষা সংস্থা TRA। তারা সম্প্রতি সারা দেশজুড়ে লকডাউনের প্রভাব নিয়ে একটি বিস্তারিত সমীক্ষা চালিয়ে তারা এই সিদ্ধান্তে উপনীত হয়েছে।
TRA 'করোনাভাইরাস কনজিউমার ইনসাইটস ২০২০' নামে একটি সমীক্ষা চালিয়েছিল। যার মধ্যে দেশের ১৬টি বড় শহরের মধ্যে এগিয়ে রয়েছে কলকাতা। সমীক্ষায় উঠে এসেছে লকডাউনকে কঠোরভাবে মেনে চলছেন কলকাতাবাসী। যেখানে চেন্নাই, গুয়াহাটি, কোচিন-এর মতো শহরগুলিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে কলকাতা।
করোনার অন্যতম আঁতুড়ঘর মহারাষ্ট্রের মানুষের চেয়েও অধিক সচেতন কলকাতার মানুষ। অন্তত সমীক্ষায় উঠে এসেছে এমনই তথ্য। আর এই সচেতনতার নিরিখে মুম্বই ছাড়াও হায়দ্রাবাদকেও পিছনে ফেলে দিয়েছে কলকাতা। TRA-এর সমীক্ষা অনুসারে লকডাউন মানার নিরিখে ৮৫ শতাংশ স্কোর করেছে কলকাতা। আর সচেতনতার নিরিখে তিলোত্তমা পেয়েছে ৮৬ শতাংশ নম্বর।
Post a Comment