কলকাতার দোকানে মিলছে করোনা মিষ্টি! 'কেউ খাবে না', বলছে নেটিজেনরা


Odd বাংলা ডেস্ক: মিষ্টি নিয়ে ফিউশন শুরু হয়েছে বহুদিন আগে থেকে। পাশাপাশি বিভিন্ন আনন্দ অনুষ্ঠান উপলক্ষ্যে থিম মিষ্টিরও উপস্থিতি চোখে পড়েছে। তবে তাই বলে কিনা করোনা থিম! খাস কলকাতার বুকে একটি মিষ্টির দোকানে বিক্রি হচ্ছে করোনা সন্দেশ। 

ভাইরাল হওয়া একটি ছবিতে মিষ্টির দোকানের শো-সেকে সাজানো রয়েছে করোনার সন্দেশ পাশাপাশি রয়েছে আবার ক্ষুদ্র সংস্করণ, করোনা কাপকেকও। অন্যরকম হলেও থিমটি যে সাধারণ মানুষ খুব একটা ভালভাবে নেয়নি, তা খুব ভালই বোঝা গিয়েছে নেটিজেনদের প্রতিক্রিয়া দেখে। অনেকের দাবি, 'এই কঠিন পরিস্থিতিতে এমন সন্দেশ কেউ বানায়! কেউ খাবে না এই সন্দেশ!' অনেকে আবার ইমোজি দিয়েই নিজেদের মনের ভাব প্রকাশ করেছেন। 


লকডাউন পরিস্থিতিতে জরুরী পরিষেবা এবং পণ্য ছাড়া বাকি সবকিছু বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে লকডাউনের কয়েকদিন পেরোতেই মিষ্টির দোকান খোলার নির্দেশ দেন। আর তার পরই শিরোনামে এসেছে এই করোনা সন্দেশ। 
Blogger দ্বারা পরিচালিত.