লকডাউনে ঘরবন্দি মানুষ, ফ্লেমিঙ্গোর ঝাঁকে মুম্বইয়ের আকাশ এখন গোলাপী
Odd বাংলা ডেস্ক: লকডাউনে স্তব্ধ হয়েছে দেশের স্বাভাবিক ছন্দ। কিন্তু এই পরিস্থিতিতেই ছন্দে ফিরেছে প্রকৃতি। দেশের আর্থিক অবস্থা নিয়ে যখন চিন্তিত অর্থনীতিবিদরা, তখন খুশি প্রকাশ করছেন পরিবেশবিদরা। প্রকৃতির ওপর আর যথেচ্ছাচার করার কেউ নেই আরর তার জন্য খুলে শ্বাস নিচ্ছে প্রকৃতি। মনের আনন্দে বিচরণ করছেন পশু-প্রাণীরা।
এমনই ছবি ধরা পড়ছে নভি মুম্বইয়ের নেরুলে। ঝাঁকে ঝাঁকে ফ্লেমিঙ্গো দল বেঁধে উড়ে চলেছে আকাশে, কেউ আবার জলাশয়ে শিক্ত করছে গা। এমন ভিডিওই শেয়ার করেচেন আরপিজি এন্টারপ্রাইজের চেয়ারম্যান হর্ষ গোয়েঙ্কা। তবে শুধু নভি মুম্বই নয়, থানে ক্রিক, পঞ্জু আইল্যান্ড, ভাসাই এবং উরানে ধরে পড়েছে এই একই দৃশ্য।
While humans are locked inside, flamingos are putting in quite a spectacular show for the residents of Seawoods Complex in Nerul, Navi Mumbai ! pic.twitter.com/wYyIxo92Ch— Harsh Goenka (@hvgoenka) April 16, 2020
Post a Comment