ধারাভিতে বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা, ঘিঞ্জি এলাকাতে যে কোনও সময় হতে পারে গোষ্ঠী সংক্রমণ
Odd বাংলা ডেস্ক: মুম্বইয়ের ধারাভি বস্তিতে একের পর এক করোনা আক্রান্তের খোঁজ মিলছে। আর সেই সঙ্গেই সংশয় তৈরি হচ্ছে, ধারাভি কি আদতে টাইম বম্ব হয়ে উঠছে এদেশের করোনাভাইরাস সংক্রমণের অন্যতম হটস্পট হিসেবে?
করোনা সংক্রমণ শুরু হওয়ার পরে একেবারে প্রথম ক’দিন একটু হলেও আলগা ছিল অনুশাসন।
মুম্বইয়ে ক্রমশ জটিল হচ্ছে করোনা পরিস্থিতি। গত ৪৮ ঘণ্টায় এশিয়ার বৃহত্তম বসতি ধারাভিতে তিনজন করোনা আক্রান্তের হদিশ মিলেছে। এক সংক্রমিতের মৃত্যুও হয়েছে। এদিকে শুক্রবার সকালে আরও এক চিকিৎসকের দেহে করোনার জীবাণুর হদিশ মিলেছে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর গোটা পরিবারকে আইসোলেশনে রাখা হয়েছে। এমনকী গোটা বিল্ডিং সিল করে দেওয়া হয়েছে। এদিকে ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় সামাজিক দূরত্ব মানছেন না বাসিন্দারা। ফলে গোষ্ঠী সংক্রমণের আশঙ্কা আরও জোরালো হচ্ছে।
বুধবার সন্ধ্যায় ধারাভিতে প্রথম করোনা আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছিল। এর ঘণ্টা খানেকের মধ্যেই মৃত্যু হয় বছর ওই প্রৌঢ়ের। মুম্বইয়ের সিওন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সেখানেই মৃত্যু হয় তাঁর। অভিযোগ, সময়মতো তিনি ভেন্টিলেটর পাননি। এরপর বৃহস্পতিবার ধারাভি থেকেই দ্বিতীয় করোনা আক্রান্তের খবর মেলে। তিনি বৃহন্মুম্বই পুরসভার সাফাই কর্মী ছিলেন। ওরলি এলাকার বাসিন্দা ছিলেন তিনি। কিন্তু ধারাভি এলাকায় সাফাই কাজে যুক্ত ছিলেন তিনি।
Post a Comment