কী এমন ঘটল, যে হাতে বন্দুক তুলে নিলেন কোকিল কণ্ঠী লতা মঙ্গেশকর!
Odd বাংলা ডেস্ক: শিরোনাম পড়ে অবাক হলেন তো? বিষয়টা আর কিছুই নয়। আজ বলিউড তথা টেলিভিশন অভিনেতা শিবাজি সাতম-এর জন্মদিন। শিবাজি সাতম টেলিভিশন জগতের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক সিআইডি-তে এসিপি প্রদ্যুমনের চরিত্রে অভিনয় করেছিলেন। অনেকেরই ছেলেবেলার একটা বড় অংশ জুড়ে রয়েছে সিআইডি ধারাবাহিক। সমাজের বিভিন্ন স্তরের অপরাধমুলক ঘটনার অনুসন্ধানে নেমে পড়ত এসিপি প্রদ্যুমনের দল।
তবে জানেন কি আপনার মতোই এই ক্রাইম সিরিজের পরম ভক্ত লতা মঙ্গেশকরও। তাই শিবাজী সাতমের জন্মদিনে তাঁকে তাঁর কায়দায় শুভেচ্ছা জানালেন লতা মঙ্গেশকর। সঙ্গীত সম্রাজ্ঞী শিবাজী সাতমের সঙ্গে তাঁর একাধিক ছবির সিরিজ শেয়ার করে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানান এবং আবারও টেলিভিশনে সিআইডি দেখার ইচ্ছা প্রকাশ করেছেন।
— Lata Mangeshkar (@mangeshkarlata) April 21, 2020
Mera ek pasandida photo CID team ke saath. pic.twitter.com/gqaosVsUx0— Lata Mangeshkar (@mangeshkarlata) April 21, 2020
Namaskar. Aaj CID serial ke ACP Pradyuman Shivajirao Satam ji ka janamdin hai. Main unko bahut badhai deti hun aur phir se CID serial shuru ho ye meri mano kaamana pic.twitter.com/Fn2lR7IAqW— Lata Mangeshkar (@mangeshkarlata) April 21, 2020
Post a Comment