লকডাউনের জেরে কেবল ভারতেই বিরাট ক্ষতির মুখে ৪ কোটি পরিযায়ী শ্রমিক!
Odd বাংলা ডেস্ক: প্রায় এক মাস হল, সারা ভারত জুড়ে শুরু হয়েছে লকডাউন। আত তার জেরেই ভারতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছেন অভিবাসী শ্রমিকরা। ওয়ার্ল্ড ব্যাঙ্কের হিসাব বলছে লকডাউনের কারণে ভারতের প্রায় ৪ কোটি অভিবাসী শ্রমিক সম্পূর্ণভাবে বিপর্যস্ত হয়েছেন।
বুধবার ওয়ার্ল্ড ব্যাঙ্কের তরফে প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, লকডাউনের ফলে সারা দেশের একটা বড় অংশের মানুষের রুটি-রুজি ব্যপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। প্রায় ৫০,০০০ থেকে ৬০,০০০ পরিযায়ী শ্রমিক বিভিন্ন শহরাঞ্চলে তাঁদের কাজের জায়গা ছেড়ে গ্রামে ফিরে গিয়েছেন। রিপোর্ট অনুসারে, বিদেশ থেকে দেশে ফিরে আসা পরিযায়ীদের তুলনায় দেশের মধ্যেকার শ্রমিকদের অভিবাসন প্রায় আড়াই গুণ বেশি!
বিশ্ব ব্যাঙ্ক আরও জানায় যে, সারা দেশের পরিযায়ী শ্রমিকরা যেভাবে ক্ষতিমর মুখে পড়েছে সরকারের উচিত সেইসব চ্যালেঞ্জের মোকাবিলা করা। স্বাস্থ্য পরিষেবা প্রদান, নগদ লেনদেন এবং অন্যান্য সামাজিক কর্মসূচীর মাধ্যমেও এই সমস্যা সমাধানের চেষ্টা করা সরকারের কর্তব্য। তবে শুধু ভারতবর্ষই নয় সমগ্র দক্ষিণ এশিয়ার দেশগুলিতে লকডাউনের কারণে পরিযায়ী শ্রমিকরা ক্ষতির মুখে পড়েছেন।
Post a Comment