লকডাউনের জেরে চাকরি হারাবেন ১ কোটির বেশি মানুষ! লাফিয়ে বাড়বে বেকারত্বের হার


Odd বাংলা ডেস্ক: করোনাভাইরাস মোকাবিলায় সারা দেশজুড়ে লকডাউন পরিস্থিতিতে করোনা মানুষকে প্রাণে মারতে না পারলেও ভাতে মারতে পারবে- এমন সম্ভাবনাই উঠে আসছে। মনে করা হচ্ছে এই লকডাউন পরিস্থিতিতে চাকরি হারাতে পারেন প্রায় ১ কোটিরও বেশি মানুষ! কারণ লকডাউনের জেরে সারা দেশজুড়ে বন্ধ দোকান-বাজার, যার ফলে বিরাট আর্থিক ক্ষতির সম্মুখিন হয়েছেন দেশের ছোট ছোট খুচরো ব্যবসায়ীরা। 

আগামী ৩ মে লকডাউনের ৪০ দিন অতিবাহিত হবে আর এরই মধ্যে প্রবলভাবে ধাক্কা খাচ্ছেন খুচরো ব্যবসায়ীরা। তবে দ্বিতীয় দফা লকডাউনের পর তৃতীয় দফায় লকডাউনের মেয়াদ বৃদ্ধির আশঙ্কা তো রয়েছেই, তবে কেন্দ্রের তরফে লকডাউনে একাধিক ক্ষেত্রে ছাড়ের কথা বলা হলেও সুপার মার্কেট, মল, হকার্স কর্নারগুলিকে এই ছাড়ের আওতায় আনা হবে না বলেই জানা গিয়েছে। আর তেমনটা হলে খুচরো ব্যবসায়ীদের মাথার ওপর আকাশ ভেঙে পড়বে, একথা বলাই বাহুল্যে আর তার জেরেই কর্মী ছাঁটাইয়ের পথে এগোবেন তাঁরা, সেই আশঙ্কাই এখন প্রবল। 

এই পরিস্থিতিতে নতুন করে কর্মসংস্থানের কোনও আশাই দেখতে পাচ্ছেন না বিশেষজ্ঞরা। নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত অসংখ্য মানুষ রুজি রোজগার হারিয়েছেন। গ্রামাঞ্চলে যেখানে বেকারত্বের হার ২১-২৬%-এর মধ্যে রয়েছে, সেখানে শহরাঞ্চলে বেকারত্বের হার অনেকটাই বেশি ৩০.৯%। মে মাস পড়লে এই হার আরও বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে।
Blogger দ্বারা পরিচালিত.