লকডাউনে বাবাকে কোলে নিয়ে হেঁটে গন্তব্যে ছেলে



Odd বাংলা ডেস্ক: লকডাউন বিধি ভাঙায় পুলিশ অটোরিকশা আটকে দেওয়ায় ৬৫ বছর বয়সী বাবাকে কোলে নিয়ে হেঁটে গন্তব্যে পৌঁছালেন এক ছেলে। ঘটনাটি ঘটেছে ভারতের কেরালায়। এতে রাজ্যটির মানবাধিকার কমিশন স্বতঃপ্রণোদিত হয়ে মামলা করেছে। রাজের কলামের কুলাথুপুঝা গ্রামের ওই বৃদ্ধ পুনালুর তালুক হাসপাতালে ভর্তি ছিলেন। বুধবার তিনি হাসপাতাল ছাড়েন। অটোরিকশাতে করে ছেলের সঙ্গে বাড়িতে ফিরছিলেন তিনি। কিন্তু পুলিশ তাদের আটকে দেয়, এমনকি হাসপাতালের কাগজপত্র দেখানোর পরও। পুলিশ তাদের অটোরিকশা থেকে নামিয়ে দেয়। নিরুপায় হয়ে বাবাকে কোলে নিয়ে প্রায় এক কিলোমিটার হেঁটে বাড়িতে পৌঁছান ছেলে। বুধবার পর্যন্ত কেরালায় কোভিড-১৯ রোগ শনাক্ত করা হয়েছে ৩৮৮ জনের শরীরে, ২১৮ জন সুস্থ হয়েছেন বলে জানায় স্বাস্থ্য মন্ত্রণালয়। গত মঙ্গলবার এক ঘোষণায় ভারতে লকডাউন ৩ মে পর্যন্ত বাড়ান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
Blogger দ্বারা পরিচালিত.