৩০ এপ্রিল পর্যন্ত লকডাউন, স্কুল-কলেজ বন্ধ থাকবে ১০ জুন পর্যন্ত, ঘোষণা মুখ্যমন্ত্রীর
Odd বাংলা ডেস্ক: রাজ্যে লকডাউনের মেয়াদ ৩০ এপ্রিল পর্যন্ত জারি থাকবে। শনিবার নবান্নে সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এদিন তিনি জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে সব রাজ্যের রাজ্যপাল বৈঠকে বসেছিলেন, সেই বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত ২৪ মার্চ রাত ৯টায় জাতির উদ্দেশে ভাষণ দিয়ে সারা দেশজুড়ে ২১ দিনের লকডাউন ঘোষণা করেছিলেন। কিন্তু লকডাউন পরিস্থিতিতে ক্রমেই বেড়েছে প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ। পাল্লা দিয়ে বেড়েছে মৃতের সংখ্যাও। আর সেই কারণেই লকডাউনের মেয়াদ আরও ১৫ দিন বাড়ানো হল।
এদিন মুখ্যমন্ত্রী আরও ঘোষণা করেন যে, স্কুল-কলেজ আগামী ১০ জুন পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক বিমানও না চালানোর পরামর্শ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী এদিন সাফ জানিয়ে দেন যে, রাস্তাঘাটে কোনওরকম ভিড় বা জমায়েত বরদাস্ত করা হবে না। তিনি আরও বলেন যে, নিয়ম মেনে বেকারি চালু রাখতে বলা হয়েছে। প্রধানমন্ত্রী জানিয়েছেন, আগামী ২ সপ্তাহ খুবই গুরুত্বপূর্ণ। তাই আরও একবার তিনি অনুরোধ করেছেন লকডাউন মেনে চলতে এবং সরকারের সঙ্গে সহযোগীতা করতে।
Post a Comment