ভিন রাজ্যে সফরের অনুমতি পেলেন পরিযায়ী শ্রমিক, পর্যটক এবং পড়ুয়ারা, নির্দেশিকা কেন্দ্রের
Odd বাংলা ডেস্ক: ভিনরাজ্যে আটকে থাকা পরিযায়ী শ্রমিক, পর্যটক এবং পড়ুয়াদের জন্য সুখবর। এবার তাঁদের ফিরিয়ে আনার অনুমতী দিল কেন্দ্রীয় সরকার। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ভিনরাজ্যে আটকে থাকা পরিযায়ী শ্রমিক, পড়ুয়া এবং পর্যটকদের শর্তসাপেক্ষে চলাচল করার অনুমতী দেওয়া হবে।
এজন্য সমস্ত রাজ্যের নোডাল কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে এইরকম আটকে পড়া মানুষদের আনা-নেওয়া করার জন্য নির্দিষ্ট প্রটোকল তৈরি করতে। নোডাল কর্তৃপক্ষের তরফে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে আটকে পড়া মানুষদের নাম নথিভুক্ত করা হবে।
মন্ত্রকের নির্দেশিকায় আরও বলা হয়েছে, এই সমস্ত ব্যক্তিদের মেডিকেল স্ক্রিনিং করা হবে আটকে পড়ার জায়গায় এবং গন্তব্যস্থলে। এরপর তাঁদের ফিরে আসার পরেও তাঁদের স্বাস্থ্যের পরিস্থিতির ওপর নজর রাখা হবে। পাশাপাশি তাঁদের আরোগ্য সেতু অ্যাপও ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে তাঁদের স্বাস্থ্যের অবস্থা পর্যবেক্ষণ এবং ট্র্যাক করা যায়।
নির্দেশিকায় আরও বলা হয়েছে, যে বাসগুলি এই ধরণের মানুষদের পরিবহণের জন্য ব্যবহার করা হবে। তাতে এই বাসগুলিকে স্যানিটাইজ করা হবে এবং বাসের সিটে বসার ক্ষেত্রেও সামাজিক দূরত্বের নিয়মগুলি অনুসরণ করতে হবে।
Post a Comment