হাওড়া-কলকাতাবাসীরা সাবধান, জারি হল লাল সতর্কতা!


Odd বাংলা ডেস্ক: করোনার সংক্রমণ যেভাবে ছড়াচ্ছে তার নিরিখে হাওড়ার অবস্থা খানিকটা স্পর্শকাতর। সেইসঙ্গে শহর কলকাতাতেও করোনার সংক্রমণ যেভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে শহরের পরিস্থিতিও বিপজ্জনক -এমনটাই মত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের। তিনি এদিন হাওড়া ও কলকাতাবাসীকে সতর্ক করে বলেন, এই কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে হাওড়া এবং কলকাতায় লাল সতর্কতা জারি করা হল। 

শুক্রবার নবান্নের তরফে আরও জানানো হয় যে, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে এই দুই শহরকে 'রেড জোন'-এ রেখেছে বটে, কিন্তু রাজ্য প্রশাসনের তরফে দুই শহরে 'রেড স্টার জোন' হিসাবে ঘোষণা করা হয়েছে। এদিন মুখ্যমন্ত্রী কড়া নির্দেশ দেন যে, রাস্তাঘাট- বাজারে অহেতুক জটলা-জমায়েত এবার কঠোর হাতে দমন করা হবে। পাশাপাশি বাজার এলাকাগুলিতে সশস্ত্র পুলিশি পাহাড়া মোতায়েন করার নির্দেশও দিয়েছেন মমতা বন্দোপাধ্যায়। 
Blogger দ্বারা পরিচালিত.