১১ ক্লাসের সবাই পাস, কলেজে কেবল ফাইনাল পরীক্ষা হবে, উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে জুনে


Odd বাংলা ডেস্ক: করোনার কারণে উচ্চমাধ্যমিক পরীক্ষা মাঝপথে স্থগিত রাখতে বাধ্য হয়েছিল পর্ষদ। তবে এবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় জানান যে, উচ্চমাধ্যমিকের বাকি পরীক্ষা হবে জুন মাসে। করোনার প্রকোপ বাড়তেই রাজ্য শিক্ষা দফতরের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে, প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত সবাইকে পাস করিয়ে দেওয়া হবে। আর এবার একাদশ শ্রেনী এবং কলেজ-বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদেরও পাস করিয়ে দেওয়ার কথা ঘোষণা করলেন মমতা বন্দোপাধ্যায়।  

তবে করোনার প্রকোপ কমলে কলেজ-বিশ্ববিদ্যালয়ের ফাইনাল ইয়ারের পরীক্ষা গ্রহণ হবে। প্রসঙ্গত ইতোমধ্যেই অনলাইনে ও বিভিন্ন টেলিভিশন চ্যানেলে পঠন-পাঠন চলছে। এদিন মুখ্যমন্ত্রী স্পষ্টতই জানান যে, কেবল উচ্চমাধ্যমিক পরীক্ষা আর কলেজ-বিশ্ববিদ্যালয়ের ফাইনাল সেমেস্টার হবে। 
Blogger দ্বারা পরিচালিত.