ভালবাসার টান! করোনাকে পরাস্ত করে সুস্থ হয়ে উঠলেন ভারতের ৯৩ বছরের বৃদ্ধ এবং তাঁর অশিতীপর স্ত্রী
Odd বাংলা ডেস্ক: সারা বিশ্ব যখন করোনা জ্বরে কাবু, তখন ভারতবর্ষেও পাল্লা দিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। কিন্তু আক্রান্তের সঙ্গে সঙ্গে যেমন মৃতের সংখ্যা বাড়ছে, পাশাপাশি যাঁরা আক্রান্ত হয়েছে তাদের মধ্যে অধিকাংশই প্রৌঢ় এবং বৃদ্ধ। আর এর মধ্যে এর আশার বার্তা। ভারতে সুস্থ হয়ে উঠলেন ৯৩ বছরের এক করোনা আক্রান্ত। ভারতে তিনি সবচেয়ে বয়বৃদ্ধ যিনি করোনাকে পরাস্ত করে সুস্থ হয়ে উঠলেন।
তবে আশার খবর, তিনি কেবল একাই নন, করোনার কবল থেকে সুস্থ হয়ে উঠেছেন তাঁর ৮৮বছরের স্ত্রীও। প্রায় এক মাস আগে দুজনের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়েছিল। বৃদ্ধ স্বামী-স্ত্রী দক্ষিণ কেরলে বসবাস করেন। তাঁরা ইতালি থেকে আসা তাঁর মেয়ে-জামাই দ্বারা সংক্রামিত হয়েছিলেন।
প্রবীণ দম্পতির সুস্থ হয়ে ওঠার খবর সারা দেশজুড়ে এখন শিরোনামে উঠে এসেছে। চিকিৎসকরা তাঁদের যথেষ্ট প্রশংসা করেছেন। প্রসঙ্গত, আক্রান্ত দুজনই বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন লোকটি। ওই বৃদ্ধের উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস ছিল। আর বিশ্বজুড়ে তারাই বেশি করে করোনায় আক্রান্ত হ য়ে মারা যাচ্ছেন যাঁদের এই ধরণের আনুষঙ্গিক অসুস্থতা রয়েছে। প্রসঙ্গত, এই বৃদ্ধের অবস্থাও একটি পর্যায়ে গিয়ে সংকটজনক হয়ে উঠেছিল, সুস্থ হয়ে ওঠার আগে ২৪ ঘণ্টা তাঁকে ভেন্টিলেটরে রাখা হয়েছিল।
তবে প্রথমে হাসপাতালে ভর্তি হয়ে খুবই বিষণ্ন ছিলেন দম্পতি। কারণ করোনার সংক্রমণের কারণে তাঁদের দুজনকে আলাদা থাকতে হচ্ছিল। এরপর হাসপাতালের তরফে তাদের কাঁচের পার্টিশান করা ঘরে রাখা হয়, যাতে তাঁরা একে অপরকে দেখতে পান। তাঁদের সুস্থ হয়ে ওঠায় খুশি চিকিৎসকরাও।
Post a Comment