করোনায় কাজ হারিয়ে জ্যাকপট! ২২ কোটি টাকার লটারি জিতলেন এই ব্যক্তি


Odd বাংলা ডেস্ক: করোনা কেড়ে নিয়েছে জীবিকা। কাজ হারিয়ে স্ত্রী-সন্তান নিয়ে যখন চরম অসহায় অবস্থা ঠিক তখনই তাঁর ভাগ্য তাঁকে যেভাবে সঙ্গ দিল, তা সত্যিই অবাক করবে আপনাকেও। চরম অর্থকষ্টের মধ্যেই আচমকাই লটারি জিতলেন অস্ট্রেলিয়ার এক ব্যক্তি। 

আর লক্ষ নয়, সোজা কোটি টাকার জ্যাকপট জিতলেন ওই ব্যক্তি। ভারতীয় মূল্যে যার অর্থ ২২ কোটি টাকা। যার ফলস্বরূপ আগামী ২০ বছর প্রতি মাসে ৯.৭৫ লক্ষ টাকা আসবে তার ঘরে। লটারি জিতে কার্যত আনন্দে আত্মহারা ওই ব্যক্তি। তাঁর কথায়, আনন্দে সারা রাত ঘুম হয়নি তাঁদের। কেবল ভেবেই গিয়েছেন এই বিপুল পরিমাণ অর্থ নিয়ে তাঁরা কী করবেন। 

ওই ব্যক্তি আরও জানান করোনার কারণে লকডাউনের জেরে কাজ হারিয়েছিলেন তিনি। বাড়িতে ছোট সন্তান, কীভাবে জীবন ধারণ করবেন তা নিয়েই আতঙ্কে ভুগছিলেন তিনি এবং তাঁর স্ত্রী। কিন্তু তারপর অনলাইনে জানতে পারেন লটারি জিতেছেন তাঁরা। আনন্দে আত্মহারা ওই পরিবার এখন চরম স্বস্তিতে। 
Blogger দ্বারা পরিচালিত.