তাবলিগের আমির সাদের বিরুদ্ধে এবার নরহত্যার অভিযোগ



Odd বাংলা ডেস্ক: দিল্লির তাবলিগ জামাতের আমির মাওলানা সাদ কান্ধলভির বিরুদ্ধে দায়ের করা মামলায় এবার অপরাধজনক নরহত্যার অভিযোগ এনেছে দিল্লি পুলিশ। বুধবার ভারতীয় সংবাদমাধ্যম সিয়াসাত ডেইলি এ তথ্য জানিয়েছে। তাবলিগ জামাতের ইজতেমায় যোগ দেওয়া কয়েকজন করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়ার পরিপ্রেক্ষিতে এই অভিযোগ যুক্ত করা হলো। পুলিশ জানিয়েছে, ৩১ মার্চ সাদের বিরুদ্ধে সরকারের নিষেধাজ্ঞা লঙ্ঘন করে ইজতেমা অনুষ্ঠানের অভিযোগে মামলা করেছিল পুলিশ। ওই ইজতেমায় যোগ দেওয়া কয়েক জন মারা যাওয়ার পরিপ্রেক্ষিতে বুধবার মামলায় ভারতীয় দণ্ডবিধির ৩০৪ ধারা যুক্ত করা হয়। এই ধারায় খুন বলে গণ্য নয় এমন অপরাধজনক নরহত্যার শাস্তির বিধান রয়েছে। মার্চের মাঝামাঝি দিল্লির নিজামউদ্দিন মারকাজে ইজতেমার আয়োজন করেছিরেন সাদ ও তার অনুসারীরা। ওই ইজতেমায় প্রায় ৯ হাজার মানুষ অংশ নিয়েছিল। এদের মধ্যে কয়েক হাজার ইতোমধ্যে করোনায় আক্রান্ত হন। গত মাসে এই ইজতেমায় অংশগ্রহণকারীদের মধ্যে সাত জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। মারকাজ মসজিদে পুলিশের অভিযানের আগেই ২৮ মার্চ থেকে নিখোঁজ রয়েছেন মাওলানা সাদ। দিল্লি পুলিশের দল উত্তরপ্রদেশের মুজাফফরনগরেও গিয়েছিল তার অনুসন্ধানে। দিল্লিতেও তার খোঁজে তল্লাশি চলছে। তবে এক অডিওবার্তায় সাদ দাবি করেছেন, চিকিৎসকের নির্দেশ মেনে তিনি কোয়ারেন্টাইনে আছেন।
Blogger দ্বারা পরিচালিত.