শিবিরেই জন্ম নিল এক পরিযায়ী শ্রমিক দম্পতির সন্তান, নাম রাখা হল 'লকডাউন'
Odd বাংলা ডেস্ক: রাজস্থানের আলওয়ারের এক পরিযায়ী দম্পতি লকডাউনের মধ্যে আটকে পড়েছিলেন ত্রিপুরার বাধারঘাটে। এরমধ্যে জন্ম দিয়েছেন এক শিশুপুত্রের, আর তার নাম রেখেন লকডাউন! দম্পতি সঞ্জয় বাউড়ি এবং স্ত্রী মঞ্জু বাউরি প্লাস্টিকের জিনিসপত্র বিক্রি করেন। এইভাবেই অর্থ উপার্জনের জন্য বিভিন্ন রাজ্যে ঘুরে বেড়ান পরিযায়ী শ্রমিক দম্পতি।
তবে খুব কম দামে এইসব প্লাস্টিকের জিনিসপত্র বিক্রির জন্য প্রতি বছর ৬ মাসের জন্য ত্রিপুরায় যান। কিন্তু এবার লকডাউনের কারণে আটকে পড়েছেন ত্রিপুরায়। লকডাউনের মধ্যে গত ১৩ এপ্রিল জন্ম হয় তার, আর সেই কারণে নিজের সন্তানের নাম লকডাউন রাখলেন তাঁরা।
নবজাতকের বাবা জানিয়েছেন, তাঁদের সন্তান ভাল আছে, তাঁরাও সেখানে ভালই আছেন। প্রশাসনের তরফেও খাবার দেওয়া হচ্ছে। তাঁর স্ত্রীয়ের কথায়, সরকার তাঁদের খুব সাহায্য করছে এবং তাঁদের সন্তানেরও যত্ন নিচ্ছে। প্রশাসনের তরফে তাঁর সন্তানের নিরাপদে প্রসব করানোও নিশ্চিত করা হয়েছে। তবে এই পরিস্থিতিতে ঘরে ফিরতে পারলেই খুশি হবেন তাঁরা। প্রসঙ্গত, বাউরি পরিবার ছাড়াও আরও ১৩টি অভিবাসী পরিবার রয়েছেন ত্রিপুরার বাধারঘাটে।
Post a Comment