কঠিন বাস্তব, প্রাপ্য রেশন পাচ্ছেন না অধিকাংশ অভিবাসী শ্রমিক
Odd বাংলা ডেস্ক: সারা দেশজুড়ে চলতা থাকা লকডাউনের জেরে সারা দেশজুড়ে আটকে পড়েছেন প্রায় লক্ষাধিক পরিযায়ী শ্রমিক। বাড়ি ফিরতে চান এরা সকলেই। অমোঘ ভাইরাস কেড়ে নিয়েছে রুটি রুজির পথ। তাই তাঁদেপ এখন দাবি হল পেট ভরে খাবার আর একটু মাথা গোঁজার আশ্রয়। কিন্তু তাঁদের সেটুকু অধিকারও ভোগ করতে পারছেন না তাঁরা।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের তরফে করা একটি সমীক্ষা বলছে দেশের ৯৬ শতাংশ পরিযায়ী শ্রমিক রেশন পাচ্ছেন না। কেন্দ্রের পাশাপাশি রাজ্য সরকারের তরফেও প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে যে, পরিযায়ী শ্রমিকদের পর্যাপ্ত পরিমাণে রেশন দান করা হবে, কিন্তু সেই প্রতিশ্রুতি রক্ষা করা হচ্ছে না বলেই অভিযোগ।
সারা দেশের ১১,১৫৯ জন পরিযায়ী শ্রমিকের ওপর করা একটি সমীক্ষায় দেখা দিয়েছে- গত ৮-১৩ এপ্রিল ওই শ্রমিকদের প্রায় ৯৬ শতাংশই কোনও রেশন সামগ্রী পাননি। সারা দেশজুড়ে গত ২৫ মার্চ সারা দেশজুড়ে লকডাউন লাগু হওয়ার পর প্রায় ৯০ শতাংশ শ্রমিক মালিকের কাছ থেকে তাঁদের প্রাপ্য পারিশ্রমিক পাননি। সমীক্ষায় আরও জানা গিয়েছে গত ২৭ মার্চ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত ওই শ্রমিকদের ৭০%-এর হাতে হয়তো ২০০ টাকার বেশি ছিল না।
সমীক্ষার রিপোর্ট বলছে, মহারাষ্ট্রের ৯৯%, কর্ণাটকের ৯৩% পরিযায়ী শ্রমিক কোনও রেশন সামগ্রী পাননি। বঞ্চিত প্রায় ৭০% শ্রমিক সরকার বা কোনও স্বেচ্ছাসেবী সংগঠনের কাছ থেকেও কোনওরকমের সাহায্য পাননি।
Post a Comment