ফরাক্কায় আটকে প্রায় ১০০ পরিযায়ী শ্রমিক, ঢুকতে পারছেন না মালদায়!
Odd বাংলা ডেস্ক: সারা দেশের বিভিন্ন জায়গায় আটকে রয়েছেন পরিযায়ী শ্রমিকরা। আর এরই মধ্যে ঝাড়খণ্ড থেকে মালদায় ফেরার সময়ে প্রায় ফরাক্কা ব্যারেজের কাছে ১০০-এরও বেশি পরিযায়ী শ্রমিককে আটকে দেয় পুলিশ।
জানা গিয়েছে অনেক শ্রমিক যাত্রা করছিলেন পায়ে হেঁটে, অনেকে আবার যাত্রা করছিলেন সাইকেলে করে। ইতিমধ্যেই মালদা জেলাকে অরেঞ্জ জোন বলে ঘোষণা করা হয়েছে। আর সেই কারণে সতর্কতামুলক পদক্ষেপ নিতেই পুলিশ তাঁদের আটকে দিয়েছে বলে খবর। শ্রমিকরা অভিযোগ জানিয়েছেন, মালদা প্রবেশ করতেই বৈষ্ণবনগর থানার পুলিশরা তাঁদের আটকে দিয়েছেন।
আরও অভিযোগ, তাঁদের উত্তরবঙ্গের দিকে যেতে দেওয়া হচ্ছে না। পাশাপাশি ৩৪ নম্বর জাতীয় সড়কের ওপর অপেক্ষা করা শ্রমিকদের প্রশাসনের তরফে সোমবার বিকেল থেকে খাবার এবং জল কিছুই দেওয়া হয়নি। অনেক হয়রানির পর মুর্শিদাবাগ জেলা প্রশাসনের তরফে মঙ্গলবার দুপুরে তাঁদের জন্য জল-খাবারের ব্যবস্থা করা হয়।
Post a Comment