ইংল্যান্ডের সেরা সুন্দরীর মুকুট খুলে, করোনা রোগীদের সেবায় ভারতীয় বংশোদ্ভুত বাঙালী ডাক্তার কন্যা


Odd বাংলা ডেস্ক: পেশায় তিনি ডাক্তার, সেইসঙ্গে আবার মিস ইংল্যান্ডও বটে। ২০১৯ সালেই ভারতীয় বংশোদ্ভূত বাঙালি মেয়ে ভাষা মুখোপাধ্যায়ের মাথায় উঠেছিল মিস ইংল্যান্ড-এর মুকুট। আর তার পরই লাঙ্কশায়রের হাসপাতালে জুনিয়ার ডাক্তার হিসাবে কাজ শুরু করেন ভাষা। 

ডাক্তারি তাঁর পেশা হলও মডেলিং-ই তাঁর নেশা। মিস ইংল্যান্ডের খেতাব জেতার পর ভাষা কিন্তু মিস ওয়ার্ল্ড প্রতিযোগীতায় ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করেছিলেন। আর এবার সেই সুন্দরী মডেলিং ছেড়ে এখন করোনা আক্রান্তদের সেবায় নিজেকে নিযুক্ত করেছেন। দিনরাত পরিশ্রম করে তিনি করোনা রোগীদের সারিয়ে তোলার চেষ্টা করে চলেছেন। 

করোনার মতো কঠিন পরিস্থিতিতে এখন চিকিৎসকদের ওপরেই ভরসা সাধারণ মানুষের। আর এই পরিস্থিতিতে নিজের দায়িত্ব পালন করছেন মিস ইংল্যান্ড ডঃ ভাষা মুখোপাধ্যায়। তিনি জানিয়েছেন, তাঁকে আমাকে আফ্রিকায় আমন্ত্রণ জানানো হয়েছিল৷ সেখান থেকে তুরস্ক৷ তারপর ভারত, পাকিস্তান-সহ এশিয়ার একাধিক দেশে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসডর হিসেবে তিনি করোনা রোগীদের চিকিত্‍সা করছেন। 
Blogger দ্বারা পরিচালিত.