সারা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে ৮ লক্ষেরও বেশি, মৃত্যু হয়েছে ৪২,৩৩২ জনের


Odd বাংলা ডেস্ক: ১ এপ্রিল দুপুর পর্যন্ত সারা দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৮ লক্ষ ৫৯ হাজার ৮০০! পাশাপাশি সারা দেশে মৃতের সংখ্যা ৪২, ৩৪০! সারা দেশে সুস্থ হয়ে উঠেছেন প্রায় ১ লক্ষ ৭৮ হাজার ৩৩৫ জন। মিনিটে মিনিটে বদলে যাচ্ছে এই পরিসংখ্যান। মার্কিন যুক্তরাষ্ট্রে একটি সমীক্ষায় দেখা গিয়েছে প্রতি ২ মিনিট পর পর কেবল আমেরিকাতেই করোনায় একজন করে মারা যাচ্ছেন। 

ইতালিতে করোনার সংক্রমণের ছবিটা গত ২৪ ঘণ্টাতেও বদলায়নি। বুধবার দুপুর পর্যনত ইতালিতে মৃত্যু বেড়ে হয়েছে ১২,৪২৮। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ৮৩৭ জন। হাসপাতালে সংকটময় পরিস্থিতিতে রয়েছেন আরও অনেকে। এই মুহূর্তে ইতালিতে আক্রান্ত ১ লক্ষ ৫ হাজার ৭৯২ জন।

করোনা আক্রান্তের নিরিখে আমেরিকা সবার শীর্ষে, আর মৃত্যুর নিরিখে তৃতীয় স্থানে ইতালি এবং স্পেনের ঠিক পরেই। আমেরিকার স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, আমেরিকার অন্যান্য অঞ্চলে ভাইরাস ছাড়ালে, মৃত্যু লাফিয়ে বাড়বে। গত ২৪ ঘণ্টায় আমেরিকায় মৃত্যু হয়েছে ৬৩৯ জনের।
Blogger দ্বারা পরিচালিত.