মুসলিমরা ভারতে ভালো নেই, আমেরিকার রিপোর্টের জবাব দিল ভারত
Odd বাংলা ডেস্ক: বহু ধর্মের দেশ এই ভারত। আর এবার এই বিবিধের মহান দেশের বিরুদ্ধেই গুরুতর অভিযোগ করল আমেরিকান সংস্থা।
এবার ভারতে ধর্মীয় স্বাধীনতার বিষয়ে মতামত প্রকাশ করেছে ইউএস কমিশন অন ইন্টারন্যাশানাল রিলিজিয়াস ফ্রিডম (USCIRF) । তারা ভারতকে নিয়ে বিশেষ রকমের চিন্তা প্রকাশ করেছে ৷ ভারতকে ‘Particular Concern’ -র দেশ বলেছে তারা তাদের রিপোর্টে। তাদের আরও পরিষ্কার দাবি কেন্দ্র সরকার সংখ্যা লঘুদের ওপর হিংসায় অনুমতি দিচ্ছে ৷ এর মধ্যে রয়েছে ঘৃণা উদ্রেককারী বক্তৃতা এবং হিংসায় উস্কানি দেওয়ার মতো ঘটনা ৷
অন্যদিকে এই রিপোর্টকে মোটেই আমল দিতে নারাজ কেন্দ্রীয় সরকার। ভারত সরকারের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেছেন, ‘ভারতের বিরুদ্ধে একপেশে ও উদ্দেশ্যপ্রণোদিত এই মন্তব্য নতুন কিছু নয় ৷ তবে এবার যে স্তরে পৌঁছেছে তা একেবারে নতুন ৷
Post a Comment